Date : 2024-03-29

রাজ্যসভার সাংসদ হওয়ার কথা শুনে দল ছাড়তে চেয়েছিলেন অনুব্রত ওরফে কেষ্ট মন্ডল

ওয়েব ডেস্ক : তৃণমূল নেত্রী নিজেই তাকে বলেছিলেন সাংসদ হওয়ার জন্য। তিনি রাজি হননি উল্টে তিনি নিজেই দল ছেড়ে দিতে চেয়েছিলেন। মঙ্গলবার দূর্গাপুরে একটি মেলার উদ্বোধনে এমনটাই দাবি করলেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত ওরফে কেষ্ট মন্ডল। মঙ্গলবার দূর্গাপুরে আদিবাসী মিলন মেলার উদ্বোধন করেন তিনি। সেখানে তিনি বললেন, “আমি বিধায়ক, সাংসদ, মন্ত্রী নই। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার সাংসদ করতে চেয়েছিলেন। আমি রাজি হইনি। আমি বলেছিলাম দল ছেড়ে দেব। আমি সাধারণ মানুষের সঙ্গে থাকতে চাই।” তিনি আরও বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সাধারণ সৈনিক। আমাকে মমতা যা করতে বলেন আমি তাই করি। আমার কোনো লোভ নেই।”

মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান মৃগেন্দ্রনাথ পাল। ডেপুটি মেয়র অমিতাভ পাল প্রমূখ। ৩১ ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে। ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালনের জন্য পুরসভার কাছে আর্জি জানান অনুব্রত মন্ডল। তিনি আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা হলে তিনি এই বিষয়টি তাঁকে জানাবেন। পলাশডিহার ক্লাবটির উন্নয়নের বিষয়ে তিনি প্রতিশ্রুতিও দেন।