Date : 2024-04-19

রাজ্যে প্রথম ওমিক্রনের হদিশ। ৭ বছরের শিশুর দেহে ওমিক্রন সংক্রমন

রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্তের হদিশ। আবু ধাবি ফেরত ৭ বছরের শিশুর দেহে ওমিক্রন সংক্রমন। শিশুটির বাড়ি মুর্শিদাবাদের ফারাক্কায়। পরিবারের সাথে শিশুটি আবু ধাবি থেকে হায়দ্রাবাদ হয়ে কলকাতায় আসে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আইসোলেশনে রাখা হয়েছে শিশুটিকে।

কিছুদিন আগে ব্রিটেন ফেরত মহিলার শরীরে ওমিক্রন নয় মিলেছে করোনার অন্য ভ্যারিয়েন্ট ডেল্টা প্লাস। বর্তমানে ঢাকুরিয়ার আমরিতে ভর্তি রয়েছেন ওই মহিলা। মহারাষ্ট্রের ৮ জনের শরীরে মিলেছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। দিল্লিতে নতুন করে ৪ জনের শরীরে মিলেছে এর হদিশ। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আক্রান্তরা সকলেই বিদেশ ফেরত। অন্যদিকে মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি ২৮ জন। এই আতঙ্কের মাঝেই নিখোঁজ বিদেশ ফেরত ১৩০ জন। কিছু দিন আগে বিদেশ থেকে ৫৯১ জন ফেরেন তার মধ্যে ১৩০ জন নিখোঁজ।