Date : 2024-03-29

ওসাকায় আগুন লেগে ২৭ জনের মৃত্যু

রিমিতা রায়, নিউজ ডেস্ক : সাতসকালেই অগ্নিকাণ্ড। বড়সড় বিপত্তি জাপানের ওসাকা শহরে। অফিস বিল্ডিংয়ে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয় সময় অনুযায়ী ঘড়িতে তখন ১০টা বেজে ১৮ মিনিট। আগুনে পুড়ে মৃত্যু হল কমপক্ষে ২৭ জনের। আগুন লাগাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ৯ তলা একটি বহুতলে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। ওসাকা শহরের দুর্ঘটনার খবর নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে। ন’তলা বিল্ডিংয়ে ছড়িয়ে পড়া আগুন নেভাতে দমকল বাহিনীর অন্তত ৭০ টি ইঞ্জিন কাজ করছে বলে খবর। যে ২৮ জনকে বিল্ডিংয়ের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে, তাঁদের মধ্যে ২৭ জনকেই মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। বাকি একজনের শারিরীক অবস্থা সঙ্কটজনক। তাঁকে দগ্ধ অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। প্রশাসন সূত্রের খবর, আগুনের উৎস ছিল বহুতলের পাঁচতলা। এখানে রোগীদের জন্য একটি ক্লিনিক রয়েছে। পাঁচ তলায় এই ক্লিনিকেই আগুন লাগে বলে জানা যায়। স্কুলের জানলা থেকে এক মহিলাকে চিৎকার করে সাহায্য চাইতে দেখেছেন তিনি। এই বহুতলে একটি পোশাকের দোকান এবং ইংরাজি মাধ্যম স্কুল রয়েছে। ওসাকা এমনিতে বাণিজ্যিক শহর। এখানে প্রচুর অফিস ও অন্যান্য সংস্থা রয়েছে।প্রত্যক্ষদর্শী এক মহিলার দাবি, ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল চারপাশ। কিছু দেখা যাচ্ছিল না।অদ্ভূত একটা গন্ধও ছড়িয়ে পড়িয়েছিল।ওই সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় ওসাকার দমকল বিভাগে। পর্যাপ্ত ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে এলাকাটি ঘিঞ্জি হওয়ায় কাজ করতে সমস্যা হচ্ছিল। স্থানীয় সময় দুপুর পর্যন্ত ৭০ টি ইঞ্জিনের চেষ্টায় আধঘণ্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পরই এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।