Date : 2024-04-19

প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণিতে ভর্তিতে বয়সে ছাড়

নাজিয়া রহমান, রিপোর্টার : প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তির বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা দপ্তর। প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণিতে পড়ুয়া ভর্তির ক্ষেত্রে চার মাসের ছাড় দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে । যার দায়িত্বভার দেওয়া হয়েছে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষককে।

করোনা আবহে দীর্ঘদিন বন্ধ ছিল স্কুল। ১৬ নভেম্বর থেকে খুলেছে স্কুল। শুরু হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পঠন-পাঠন । সরকারি সাহায্য সরকারি সাহায্য প্রাপ্ত ও মডেল স্কুলগুলিতে ভর্তির বিজ্ঞপ্তি অপেক্ষায় ছিলেন অভিভাবকেরা দেরিতে হলেও প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তির বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা দপ্তর। কোভিড বিধি মেনে 7 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভর্তি প্রক্রিয়া চলবে 24 ডিসেম্বর পর্যন্ত। ভরতির সময় ছাত্রছাত্রীদের বয়সে চার মাস ছাড় দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। যার দায়িত্ব ভার দেওয়া হয়েছে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের উপর। এছাড়াও বিজ্ঞপ্তিতে ভর্তি সংক্রান্ত আরও যেগুলি উল্লেখ করা হয়েছে সেগুলো হল,

প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভরতিতে নেওয়া যাবে না প্রবেশিকা পরীক্ষা হবে না অভিভাবকদের ইন্টারভিউও।
লটারির মাধ্যমে সম্পন্ন হবে ভর্তি । ৭ থেকে ১৪ ডিসেম্বর ভরতির ফর্ম দেওয়া হবে ১৫ থেকে ২০ ডিসেম্বরে মধ্যে হবে লটারি স্কুলগুলিকে ২১ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে ভরতি প্রক্রিয়া শেষ করতে হবে। কোন পড়ুয়া লটারির মাধ্যমে ভর্তি হতে না পারলে
সেই জেলার ডিআই-কে জানাতে হবে । বাড়ির কাছের কোনও স্কুলে ৩১ জানুয়ারির মধ্যে সেই ছাত্র বা ছাত্রীকে ভরতিকে করা হবে।ভর্তির ক্ষেত্রে চার মাস ছাড় দেওয়ায় অভিভাবকরা অনেকটাই স্বস্থি পাবে বলে মত শিক্ষক মহলের একাংশের।