Date : 2024-03-29

দিল্লিতে বড়দিন ও বর্ষবরণের উত্সবে কড়াকড়ি

রিমিতা রায়, নিউজ ডেস্ক : দেশে প্রতিদিনই বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। লাফিয়ে বাড়ছে সংক্রমণ। আর তাতেই উদ্বিগ প্রশাসন। অন্যান্য রাজ্যের সঙ্গে রাজধানীতে লাফিয়ে বাড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। দিল্লিতে এখনও পর্যন্ত ৫৭ জনের শরীরে ওমিক্রনের খোঁজ পাওয়া গিয়েছে। দেশে এখনও পর্যন্ত ২১৩ জন ওমিক্রন আক্রান্ত। দেশের সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির মধ্যে দিল্লিতেই সংক্রমণ সবচেয়ে বেশি। ডেল্টার তুলনায় তিনগুণ বেশি সংক্রামক ওমিক্রন, এমনটাই দাবি করা হচ্ছে। আর তার জেরেই এবার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্ক করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে জানিয়েছেন, ডেল্টার তুলনায় প্রায় তিনগুণ বেশি সংক্রামক ওমিক্রন। স্থানীয় ও জেলাস্তরে আরও বেশি নজরদারি প্রয়োজন।

এছাড়াও কনটেনমেন্ট জোনে কড়া ব্যবস্থা রাখা খুব দরকার। এরই মধ্যে স্বাস্থ্য সচিব সতর্ক করে জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে সংক্রমণের হার ১০ শতাংশ বা তার বেশি হলে কড়াকড়ি পদক্ষেপ নিতে হবে। তিনি চিঠি লিখে জানিয়েছেন, কতটা কম এই সংক্রমণের হার সেটা দেখার দরকার নেই। জেলাস্তরে ও স্থানীয় স্তরে সবরকমভাবে প্রস্তুতি রাখতে হবে। আসন্ন উত্সবের মরসুম নিয়ে নতুন করে ভাবনা বাড়াচ্ছে প্রশাসনের। দিল্লিতে বড়দিন কিংবা বর্ষবরণের উৎসবে কড়াকড়ি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনও ক্ষেত্রেই ভিড় বা জমায়েত করা যাবে না। নিষিদ্ধ করা হয়েছে যে কোনও ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও। বুধবার দিল্লির বিপর্যয় মোকাবিলা পর্ষদের তরফে এমনটাই নির্দেশিকা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার পর্যালোচনা বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। করোনার বিরুদ্ধে লড়াইয়ে যথাযথ পরিকাঠামো রয়েছে কিনা তা খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী। মহারাষ্ট্র ওবং দিল্লি ছাড়াও তেলেঙ্গানায় ওমিক্রন আক্রান্ত ২৪ জন। কর্ণাটকে ১৯ জন। রাজস্থানে ওমিক্রন আক্রান্ত ১৮ জন। এছাড়াও জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশ, চণ্ডীগড়, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। পরিস্থিতি বিবেচনা করে রাজ্যগুলিতে যুদ্ধকালীন তত্পরতার সঙ্গে ব্যবস্থা নিতে বলা হয়েছে।