Date : 2024-04-19

কেরলে Bird Flu আতঙ্ক

রিমিতা রায়, নিউজ ডেস্ক : কেরলে প্লাবনে ক্ষয়ক্ষতি হয়েছে বহু। সঙ্গে করোনা আতঙ্ক। এবার সঙ্গে দোসর বার্ড ফ্লু। স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর, আলাপুজা জেলায় বার্ড ফ্লু-এর সংক্রমণ ধরা পড়েছে। করোনা ও জ়িকা ভাইরাসের পর এবার বার্ড ফ্লু সংক্রমণে আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে, কেরলে আলাপুজ়া জেলায় বেশ কিছু পাখির নমুনা পরীক্ষা করে বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়ে। এরপরই কড়া সতর্কতা জারি করেছে কেরল সরকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিগত এক সপ্তাহ ধরে আলাপুজ়া জেলায় বহু হাঁস ও মুরগির মৃত্যু হতেই উদ্বেগ ছড়ায়। মোট ১৪০ টি নমুনার মধ্যে ২৬টি নমুনাতেই বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়েছে বলে জানা গিয়েছে।

সম্প্রতিই ওই জেলায় গৃহপালিত পাখির মড়ক দেখা দেওয়ায় সন্দেহ হয় প্রশাসনের। ন্যাশনাল ইন্সটিটিউট অব হাই সিকিউরিটি অ্যানিমাল ডিজিজে কয়েকটা হাঁসের নমুনা পাঠানো হয়েছিল। পরীক্ষার পর জানা গিয়েছে, সব হাঁসই ফ্লুয়ে আক্রান্ত। আর তাতেই ফের চিন্তার ভাঁজ কেরলের স্বাস্থ্য মন্ত্রকের কপালে। দুর্দশা যেন কিছুতেই পিছু ছাড়ছে না এ রাজ্যের। বছরের মাঝামাঝি ওনমের পর করোনার দাপট বেশ বেড়েছিল। সেই পরিস্থিতি কাটিয়ে একটু একটু করে ছন্দে ফিরছিল এই রাজ্য। রাজ্যের পশুপালন মন্ত্রী জে চিঞ্চু রাণী ইতিমধ্যেই প্রত্যেকটি জেলাকে সতর্ক করেছেন। সরকারের তরফে জেলা আধিকারিকদের সতর্ক করা হয়েছে এবং সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে। অন্যদিকে কেরলের পশু আধিকারিকরা তত্পরতার সঙ্গে সংক্রমণ রুখতে ব্যবস্থা নিচ্ছেন। তাঁরা জানিয়েছেন, শুক্রবার থেকেই সংক্রমিত এলাকায় নজরদারি চলবে। পাখি নিধনের কাজ চলবে। যাতে আরও পাখির মধ্যে এই সংক্রমণ ছড়িয়ে না পড়ে, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতেই পালকদের মাথায় হাত। চরম ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা। তবে তাঁদের আশ্বস্ত করেছেন সরকারি আধিকারিকরা। পশু-পাখির পালকরা যাতে আর্থিক সঙ্কটে না পড়েন তাই ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হয়েছে।