Date : 2024-04-26

ওমিক্রনে টিকার কার্যকারিতা নিয়ে সতর্ক করল হু

রিমিতা রায়, নিউজ ডেস্ক : করোনার নতুন ভ্যারিয়েন্ট ডেল্টার থেকে অনেক বেশি ক্ষতিকর। এখনও পর্যন্ত করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে বিশ্বের সবথেকে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন। কিন্তু দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন যেভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে তাতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বিশ্ব জুড়ে। আফ্রিকার দক্ষিণ ভাগের দেশগুলির সঙ্গে একাধিক দেশ ইতিমধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এরইমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, ৯ ডিসেম্বর পর্যন্ত বিশ্বের ৬৩ টি দেশে থাবা বসিয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। ভীষণ দ্রুত সংক্রমণ ছড়াতে দেখা গিয়েছে দক্ষিণ আফ্রিকা এবং ব্রিটেনে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে তথ্যপ্রমাণ থেকে বোঝা যায় করোনার সংক্রমণ এবং ছড়িয়ে পড়া রুখতে ভ্যাকসিনের কার্যকারিতা কমিয়ে দেয় ওমিক্রন ভ্যারিয়েন্ট।তবে যে তথ্য পাওয়া গিয়েছে, তা অনুযায়ী ওমিক্রন ডেল্টা ভ্যারিয়েন্টকে ছাপিয়ে যেতে পারে গোষ্ঠী সংক্রমণে।এবার তাতেই আরও জোরালো দাবি করল বিশ্ব স্বাস্থ্যড সংস্থার বিশেষজ্ঞরা।করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ডেল্টার থেকে অনেক বেশি সংক্রামক এবং টিকার কার্যকারিতা অনেকটা কমিয়ে দেয়। ওমিক্রন অনেক বেশি সংক্রামক। একটি জনগোষ্ঠীতে দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে এই ভ্যারিয়েন্ট। ওমিক্রন রুখতে টিকার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। দক্ষিণ আফ্রিকার বহু টিকাপ্রাপ্তই ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। সুতরাং এটা স্পষ্ট টিকা নিয়েও ওমিক্রনে আক্রান্ত হতে পারে সে। আবার অনেক বিশেষজ্ঞদের একাংশের দাবি, ওমিক্রনের হাত ধরেই করোনা অতিমারীর বিদায় ঘণ্টা বাজতে চলেছে। কারণ এখনও পর্যন্ত ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে খুব একটা মারাত্মক উপসর্গ দেখা যায়নি। তবে এবিষয়ে নিশ্চিত হতে গেলে আরও তথ্যের প্রয়োজন বলে মনে করেন হু-এর বিশেষজ্ঞরা।