Date : 2024-04-25

মায়ানমারে সেনার গাড়িতে পিষ্ট ৫ বিক্ষোভকারী

তথাগত চ্যাটার্জি, নিউজ ডেস্ক : ফের রক্তপাত মায়ানমারে। সেনার গাড়ি পিষে দিল কয়েকজন বিক্ষোভকারীদের। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় পাঁচজন বিক্ষোভকারীর। আহতের সংখ্যা একাধিক। গত কয়েকমাস ধরে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে ফুঁসে উঠছেন সে দেশের মানুষরা। গৃহবন্দি করা হয়েছে সে দেশের প্রধান নেত্রী আন সাং সুকিকে। গণতন্ত্র ও সঠিক বিচারের আশায় পথে নেমেছেন বহু মানুষ। রবিবারও সু-শাসন ও শান্তি ফেরানোর দাবিতে পথে নামেন তাঁরা। ইয়াঙ্গনের রাস্তায় ভিড় জমান মুক্তিকামী মানুষেরা। তবে ছন্দপতন ঘটে এরপরেই। সূত্র মারফত জানা গিয়েছে বিক্ষোভ করার সময়ে তাদের দিকে ধেয়ে আসে বার্মিজ সেনার একটি গাড়ি। চোখের নিমেষের মধ্যেই ওই গাড়ি পিষে দেয় বিক্ষোভকারীদের। জানা গিয়েছে যে গাড়িটি এই কাণ্ড ঘটিয়েছে সেটি আদৌ সেনার ছিল না। বরং সাধারণ একটি গাড়ি ছিল সেটিষ পিষে দেওয়ার পরেও তাণ্ডব চালায় গাড়ির মধ্যে থাকা লোকজন। বিক্ষোভকারীদের লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হতে থাকে।

এই ঘটনায় জনা তিরিশেক লোক জখম হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেটমহলে। তাতে দেখা গিয়েছে একটি গাড়ি চোখের নিমেষে ধাক্কা মারছে কয়েকজনকে। তারপরেই ছত্রভঙ্গ হয়ে চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে পড়ছে লোকজন। এই ঘটনায় সূত্রের মারফত পাওয়া খবর অনুযায়ী পনেরো জনকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনার কড়া সমালোচনা করেছে মায়ানমারের বহু মানুষ। এর আগেও বহু বার অগ্নিগর্ভ পরিস্থিতি দেখা দিয়েছে সে দেশে। প্রধান নেত্রীকে ঘরবন্দি করার প্রতিবাদে রাজপথে নেমেছেন বহু মানুষ। প্রতিবারই প্রশাসনের বিরুদ্ধে আওয়াজ তুলেছে সাধারণ মানুষরা। কখনও লাঠিচার্জ কখনও বা সেনা-পুলিশ দিয়ে জনতাকে নিয়ন্ত্রণ করেছে জুন্টার প্রশাসন। এবারের ঘটনাতেও নিজের তরফ থেকে দায় ঝেড়ে ফেলেছে প্রশাসন। সরকার জানিয়েছে বিক্ষুদ্ধ জনতাকে ছত্রভঙ্গ করতেই এই পদক্ষেপ করতে হয়েছে প্রশাসনকে। একটি সূত্র জানাচ্ছে এখনও পর্যন্ত সরকারের দমন পীড়নে মৃত্যু হয়েছে অন্তত দেড় হাজার মানুষের। মৃতদের মধ্যে শিশু ও কম বয়সীরাও রয়েছে। সব মিলিয়ে এই ঘটনায় আরও একবার রক্তাক্ত হল মায়ানমারের রাজপথ। মুখ পুড়ল জুন্টার।