Date : 2024-04-24

ওমিক্রনে বাড়ছে শিশুদের আক্রান্তের সংখ্যা

তথাগত চ্যাটার্জি নিউজ ডেস্ক: বিশ্বে ভয় ধরাচ্ছে করোনার নয়া রূপ ওমিক্রন। এবার মার্কিন মুলুকে ওমিক্রন নিয়ে আরও অস্বস্তি বাড়ল। এক সমীক্ষায় জানা গিয়েছে ওমিক্রনে প্রায় ৭২ লক্ষ শিশু আক্রান্ত হয়েছে। ওই সমীক্ষায় জানা গিয়েছে চলতি মাসের ৯ তারিখ পর্যন্ত মার্কিন মুলুকে প্রায় ৭১ লক্ষ ৯৬ হাজার ৯০১ জন শিশু আক্রান্ত হয়েছে। ওই রিপোর্ট আরও জানাচ্ছে গত সাতদিনে ৬৪ হাজার শিশু করোনার এই নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে।

করোনার প্রকোপ বেশ কমে এলেও ওমিক্রনের ধাক্কায় তা বেড়ে গিয়েছে। সূত্র জানাচ্ছে চলতি বছরের সেপ্টেম্বর থেকে এখনও অবধি অন্তত ২১ লক্ষ শিশু সংক্রমিত হয়েছে। তবে ওমিক্রন কতটা প্রভাব ফেলছে তা নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে নারাজ ওই সমীক্ষা। পাশাপাশি ওমিক্রন বা করোনা শিশুদের শরীরের ওপর কতখানি প্রভাব ফেলছে তাও স্পষ্ট করা হয়নি। বিশ্বের বিভিন্ন দেশেই চালু হয়ে গিয়েছে বুস্টার ডোজ। সব মিলিয়ে ওমিক্রনের দাপটে বড়দের পাশাপাশি ছোটরাও পর্যুদস্ত এ কথা বলাই যায়।