Date : 2024-04-16

KMC Election 2021 : রাত পেরোলেই পুরযুদ্ধ। শহরের বিভিন্ন জায়গায় শুরু রুটমার্চ

ওয়েব ডেস্ক : রাত পেরোলেই পুরভোটের মহাসংগ্রাম। লাল বাড়ি দখলের লড়াইয়ে মেতে উঠছে সমস্ত রাজনৈতিক দল। কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ভোট রবিবার। ভোট গ্রহনের জন্য মোট ৪৯৫৯ টি বুথের ব্যবস্থা করা হয়েছে। এই ৪৯৫৯টি বুথের মধ্যে ১১৩৯টি বুথকে স্পর্শকাতর বুথ বলে চিহ্নিত করেছে রাজ্য নির্বাচন কমিশন। এই বুথগুলির মধ্যে সাত নম্বর বরোতেই রয়েছে ২৫০টি স্পর্শকাতর বুথ। সবথেকে কম স্পর্শকাতর বুথ রয়েছে ১৩ নম্বর বরোতে। এখানে বুথের সংখ্যা ২২টি। ১৪৪টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৪০,৪৮,৩৫২ জন। সর্বোচ্চ ভোটার ৬৬ নম্বর ওয়ার্ডে, ৯৫,০৩৮ জন। সবচেয়ে কম ভোটার ৮৭ নম্বর ওয়ার্ডে, ১০,০৩৩ জন। গড় ভোটার সংখ্যা ২৮,১১৪ জন। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে পুরভোটের আইনশৃঙ্খলার সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা পুলিশকে। শুক্রবার রাতেই কলকাতার নগরপাল ডিসি অফিসগুলিতে যান ভোট সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে।

শুক্রবার বিকেল থেকেই শহরের বিভিন্ন জায়গায় পুলিশ রুটমার্চ শুরু করেছে। বিশেষ করে স্পর্শকাতর এলাকাগুলিতেই পুলিশ রুটমার্চ করে। পরণে বুলেট প্রুফ জ্যাকেট, এসএলআর রাইফেল এবং লাঠি। এই সমস্ত অস্ত্রের মাধ্যমে তারা আশ্বাস দিচ্ছেন ভোটারদের। শুক্রবার কেন্দ্রীয় বাহিনী নিয়ে মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দেন, শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্ব কমিশনকে নিতে হবে। যদি ভোটগ্রহণে কোনো গোলমাল হয়, আদালতের কাছে জবাবদিহি করতে হবে ডিজি ও নগরপালকে। ভোটারদের মনের ভয় দূর করতে রুচমার্চের কথাও তিনি বলেন।