Date : 2024-04-20

প্রয়াত বিপিন রাওয়াতের নামে সেনা স্কুল!

রিমা দত্ত, নিউজ ডেস্ক : ৮ ডিসেম্বর তামিলনাড়ুক কুন্নুরে এক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন দেশের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। দেশের সুরক্ষায় সেনাপ্রধান হিসাবে তাঁর অবদান অনেক। তাঁর চলে যাওয়ার পরই ভারতীয় সেনাবাহিনীতে একটি শূন্যস্থান তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে জেনারেল বিপিন রাওয়াতের প্রতি শ্রদ্ধা জানাতে উত্তরপ্রদেশের সেনা স্কুলে নাম বদলে জেনারেল রাওয়াতের নামে করা হবে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার।

বৃহস্পতিবার টুইট করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লেখেন, “দেশ মাতৃকার বীর সন্তান ও দেশের সেবার নিয়োজিত প্রাণ শহিদ বিপিন রাওয়াতকে শ্রদ্ধা জানাতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সিদ্ধান্ত নিয়েছেন মণিপুরী জেলার সেনা স্কুল বিপিন রাওয়াতের নামে নতুন করে নামকরণ করা হবে।” উল্লেখ্য, প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনার কারণ জানতে যে তদন্ত শুরু হয়েছিল, তার বিস্তারিত তথ্য আজ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে জানানোর কথা বায়ুসেনার আধিকারিকদের। সূত্রের খবর, এদিন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে তদন্তের গতি প্রকৃতি ও এখনও অবধি পাওয়ায় যাবতীয় তথ্য নিয়ে একটি উপস্থাপনা পেশ করবে ত্রী-স্তরীয় তদন্তকারী দল। এই দলের নেতৃত্ব দিচ্ছেন এয়ার মার্শাল মানবেন্দ্র সিং। এছাড়া সেনাবাহিনীর সাউর্দান কম্যান্ডের ব্রিগেডিয়ার ও নৌবাহিনীর কমোডরও তদন্তে সহযোগিতা করছেন বলে জানা গিয়েছে। বায়ু সেনা সূত্রে খবর, জানুয়ারি মাসের শুরুর দিকেই তদন্তের চূড়ান্ত রিপোর্ট জমা পড়বে। সামরিক কপ্টার ভেঙে পড়া ও বিপিন রাওয়াত সহ সকল যাত্রীর মৃত্যুর তদন্ত প্রায় শেষ হয়েই এসেছে। আর কয়েকদিনের মধ্য়েই তা পূর্ণাঙ্গ রিপোর্ট আকারে বায়ুসেনার কাছে জমা দেওয়া হবে।