Date : 2024-04-19

২৪ ঘন্টার নধ্যেই জঙ্গলমহল মেলা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে পশ্চিমাঞ্চলের জেলা প্রশাসনকে নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

ষষ্ঠী চট্টোপাধ্যায়, রিপোর্টার : বেলা২ টোয় জঙ্গলমহল মেলা বন্ধের মামলার শুনানি গশুরু হলো প্রধান বিচারপতি প্রকাশ শ্রী বাস্তব ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চে। ঝাড়গ্রাম আদিবাসী উৎসব মামলায় রাজ্যের কাছে মেলা নিয়ে রিপোর্ট তলব প্রধান বিচারপতিরডিভিশন বেঞ্চে। বিকেল ৪ টের মধ্যে রিপোর্ট দেয় রাজ্য সরকার। রিপোর্ট দেখেই রায় ঘোষণা করেন হাইকোর্টেরপ্রধান বিচারপতি র ডিভিশন বেঞ্চ

রাজ্য সরকারের পক্ষ থেকে এই আইনজীবী রজনী মুখার্জি বলেন রাজ্যের ১২ জানুয়ারি স্বাস্থ্য বিভাগের রিপোর্ট থেকে পরিষ্কার রাজ্যের করোনা পরিস্থিতি। বিদ্যালয় কলেজ সব বন্ধ। আদিবাসীদের সংস্কৃতি কে তুলে ধরার জন্য এই মেলা। এই অবস্থায় মেলার দিন ১৭,১৮ ও ১৯ জানুয়ারি দিন পরিবর্তন করা হোক। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ। জেলাশাসক মেলার পরিচালনা করেন।
ঝাড়গ্রাম আদিবাসী উৎসববের কে মেলার সংগঠক? জানতে চাইলেন প্রধান বিচারপতি।
আইনজীবী সম্রাট সেন বলেন ৬ টি জঙ্গল মহলের জেলা নিয়ে এই মেলা হয়। বিভিন্ন জায়গায় হবে। ৫০০০ স্কয়ার ফুটএলাকা জুড়ে মেলা হয়। সমস্ত করোনা বিধি মেনে হয়। নির্দিষ্ট প্রটোকল মেনে মেলার ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। আদিবাসীদের সংস্কৃতি তুলে ধরা হয় ভার্চুয়াল এর মাধ্যমে। সীমিত সংখ্যক মানুষকে প্রবেশ করতে দেওয়া হয়।

প্রধান বিচারপতি রাজ্যের উদ্দেশ্যে বলেন রাজ্যের সার্বিক করোনা পরিস্থিতি র কথা মাথায় রেখে কি ৪-৬ সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া কি যায় না ঝাড়গ্রাম আদিবাসী উৎসব মামলাকরির পক্ষের আইনজীবী জানান ঝাড়গ্রাম লক ডাউন পর্যন্ত করা হয়েছিলো।দোকান পাট বন্ধ করা হয়েছিল কারণ সেখানে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে আইনজীবী সম্রাট সেন বলেন এটা মাকর সংক্রান্তির সময় হয়। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব কেনো মেলা পিছিয়ে দেওয়া যাবে না? আইনজীবী সম্রাট সমস্ত শিল্পীরা এসে গেছে। প্রধান বিচারপতি: আপনারা কেনো জমায়েত কে অনুমোদন দিচ্ছেন। ১ মাস বাদে করলে অসুবিধা কোথায়?
আইনজীবী সম্রাট সেন :— এটা বছরের উৎসব। মেলায় করোনা বিধি মানা হচ্ছে।
রজনী মুখোপাধ্যায় :– জেলা প্রশাসন একটা নির্দিষ্ট সময় লকডাউন এর বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে মেলা হয় কি করে!
ঝাড়গ্রাম আদিবাসী উৎসব মামলায় রাজ্যের কাছে মেলা নিয়ে রিপোর্ট তলব প্রধান বিচারপতিরডিভিশন বেঞ্চের।*
আজ বেলা ৪ টের মধ্যে রিপোর্ট দিতে হবে। রিপোর্ট দেখেই রায় ঘোষণা করবেন হাইকোর্টের ওয়েব সাইট এ। মামলার শুনানি শেষ। রায়দান স্থগিত।*