Date : 2024-04-25

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যের রিপোর্ট তলব

ষষ্ঠী চট্টোপাধ্যায়, রিপোর্টার : বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী Z ক্যাটাগরি নিরাপত্তা পান। বৃহস্পতিবার বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়ে ফের একবার আদালতের সমালোচনার মুখে পড়তে হলো তৃণমূল সরকারকে।
রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক অথবা অরাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় রাজ্য সরকার কে আগে থেকেই অবগত করা হলেও নিরাপত্তা সঠিক সময়ে দেওয়া হয় না বলেঅভিযোগ জানিয়েছেন তিনি।আদালত মনে করেছেন অনেক নির্দেশ দেওয়া সত্বেও যথাযথ পালনে ব্যর্থ রাজ্য সরকার তাই আর সময় নয়!বিচারপতি রাজা শেখর মান্থা এদিন বলেন
১) যৌথ বৈঠকে শুভেন্দুর নিরাপত্তা সংক্রান্ত সিসিটিভি ক্যামেরা কিভাবে লাগানো হবে সেই বিষয়টিও আলোচনা করতে হবে। রাজ্য পুলিশ আর সি আই পি এফ যৌথ বৈঠক করে নিরাপত্তা নিয়ে সিধান্ত নিয়ে হলফনামা দিয়ে জানাতে হবে।
২) রাত ৮ টা পর তার বাড়ির সামনে মাইক বাজিয়ে কোনও সভা করা যাবে না।
৩) রাজ্যের এডভোকেট জেনারেল বিভিন্ন দফতরের সাথে কথা বলে শুভেন্দুর নিরাপত্তা নিয়ে কি কি করা যায় সেই বিষয়গুলি হলফনামার মাধ্যমে আদালতকে জানাবে।
৪) ইতিমধ্যে শুভেন্দুর আইনজীবীর কোনও প্রস্তাব থাকলে সেই প্রস্তাবের বিষয়টি ও রাজ্য সরকারকে জানাতে হবে।
পরবর্তী শুনানি ১৪ ফেব্রুয়ারি