Date : 2024-04-20

রাজ্যে এক ধাক্কায় বাড়ল ফার্মাসিস্টদের লাইসেন্স রিনিউয়ালের খরচ

সায়ান্তিকা ব্যানার্জি, নিউজ ডেস্ক : রাজ্যে এক ধাক্কায় বাড়ল ফার্মাসিস্টদের লাইসেন্স রিনিউয়ালের খরচ। এই খরচ বাড়ল আগের তুলনায় প্রায় ১২ গুণ। নতুন লাইসেন্সের রিনিয়াল করার ক্ষেত্রে খরচ বাড়ল ৪ গুণেরও বেশি৷ আগে নতুন লাইসেন্স রিনিউয়ালের খরচ ছিল ১৪০০ টাকা। এখন ডিপ্লোমা ফার্মাসিস্টদের ক্ষেত্রে তা বেড়ে হল ৪ হাজার টাকা। আর যদি ডিগ্রি হয় সেক্ষেত্রে এখন লাগবে ৬ হাজার টাকা। পুরনো লাইসেন্স রিনিউয়াল ফি আগে ছিল ১২৫টাকা তা এখন বেড়ে হয়েছে ১৪০০টাকা

এই দাম বৃদ্ধি হওয়াতে সাধারণ ফার্মাসিস্টরা যারা বেসরকারি বা ওষুধের দোকানের সাথে যুক্ত তারা লাইসেন্স রিনিউয়াল করতে না পারলে ওষুধের দোকান গুলো বন্ধ হয়ে যাবে।

ফার্মাসিস্টদের সমস্ত সংগঠনই এই বিষয়ে তাদের ক্ষোভের কথা জানিয়েছে কাউন্সিলে। বিষয়টি জানানো হয়েছে কাউন্সিলের সভাপতি চিকিৎসক নির্মল মাঝিকেও। তবে একথা বলাই বাহুল্য যে এই ভাবে লাইসেন্স রিনিউয়ালের ক্ষেত্রে খরচ বেড়ে যাওয়ার ফলে রাজ্যের প্রায় ৫০ হাজার ফার্মাসিস্ট সমস্যার সম্মুখীন হবেন।