Date : 2024-04-19

আনিস খুনে উত্তাল আমতা

পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক : ছাত্রনেতা আনিস খান খুনে রাজ্য রাজনীতি তোলপাড়। শুক্রবার গভীর রাতে তাঁর দেহ বাড়ির সামনে পড়ে থাকতে দেখা যায়।আর তারপরেই উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। আনিস হত্যাকাণ্ডে উত্তাল হাওড়ার আমতা। ঘটনাস্থল ঘিরতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। অধিকারিকদের ঘিরে দফায় দফায় বিক্ষোভে শামিল উত্তেজিত জনতা। এদিকে ছেলের মৃত্যুর তদন্তভার সিবিআইকে দেওয়ার আর্জি জানায় আনিসের বাবা।এই হত্যাকাণ্ডের পেছনে কে। সত্যিই কি পুলিশই এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। নাকি ছদ্মবেশে কেউ বা কারা খুন করেছে আনিসকে। উঠে আসছে নানান প্রশ্ন। পুলিশকে জানানোর পরেও তারা ঘটনাস্থলে আসেননি কেন। বা আসতে আসতে তাদের এত দেরি হল কেন। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে দেয় পুলিশ।

পরিবারের লোক ছাড়াই তারা সেই ময়নাতদন্ত করে দেয়। সবমিলিয়ে বহু প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে পুলিশ প্রশাসন। যদিও রাজ্য প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে নিরপেক্ষ তদন্ত করতে হবে এই ঘটনার। ঘটনার রিপোর্ট চেয়ে রাজ্য পুলিশের ডিজি তলব করে গ্রামীণ পুলিশের সুপারকে। ঘটনার গুরুত্ব বিচার করে তদন্তভার দেওয়া হয় ডিএসপি পদের আধিকারীকদের।শনিবার রাতেই তাঁর বাড়িতে যায় বাম ছাত্র যুব সংগঠন। এছাড়া রবিবার সকালে তাঁর বাড়িতে যায় আমতা থানার পুলিশ। জেলায় জেলায় বিক্ষোভ শামিল হয় বামেরা। সেই আঁচ এসে পড়ে কলকাতার রাজপথেও। দোষীদের গ্রেফতার করতেই হবে। নয়তো বড় আন্দোলনে যাবে বাম সংগঠন। সোমবার ও মঙ্গলবার তাদের একাধিক কর্মসূচি ইতিমধ্যেই ঘোষিত হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই লেগেছে রাজনীতির রং।রবিবার পরিবারের সঙ্গে দেখা করতে যান বিশিষ্ট বুদ্ধিজীবী বোলান গঙ্গোপাধ্যায়, কোশিক সেন প্রমুখরা। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত সেই দিকেই তাকিয়ে রয়েছে আমতাবাসী।