Date : 2024-03-29

এক ধাক্কায় বাড়ল দেশে সোনার দাম, আরও দাম বাড়ার ইঙ্গিত

রিমা দত্ত, নিউজ ডেস্ক ইউক্রেন-রাশিয়ার সংঘাতের প্রভাব এবার ভারতের অর্থনীতিতেও। বৃহস্পতিবার সকালেই পড়ছে শেয়ার বাজার। এর পাশাপাশি বেড়েছে সোনার দামও। গত মঙ্গলবারই কলকাতায় পাকা সোনার (২৪ ক্যারাট) দাম ছিল ১০ গ্রাম প্রতি দর পৌঁছে যায় ৫১ হাজার ১৫০ টাকায়। এর সঙ্গে জিএসটি যোগ করলে ধরে দাম দাঁড়িয়েছে প্রায় ৫৩ হাজার টাকা।

বুধবার সামান্য নেমেছিল দর। কিন্তু বৃহস্পতিবার ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হতেই সোনার বাজারে যুদ্ধ-প্রভাব। সকালে বাজার খুলতেই দেখা যায়, এমসিএক্স এ ১০ গ্রাম প্রতি দাম প্রায় ১ হাজার ৪০০ টাকা বেড়ে গিয়েছে। এবিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, গত এক বছরে এক দিনে এতটা দাম আগে বাড়েনি। প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে কলকাতায় ১০ গ্রাম পাকা সোনার দর দাঁড়িয়েছে ৫১ হাজার ১১০ টাকা। এক সপ্তাহ আগে গত ১৭ ফেব্রুয়ারি যে দর ছিল ৪৯ হাজার ৯৭০ টাকা।

শুধু সোনা নয়, জ্বালানি তেলের বাজারেও বড় প্রভাব ফেলতে পারে ইউক্রেন পরিস্থিতি। তেল উৎপাদনে রাশিয়া তৃতীয় বৃহত্তম দেশ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে তাই বহু দেশই জড়িয়ে যেতে পারে। কারণ, উৎপাদন ধাক্কা খেলে তেলের জোগান তলানি ছোঁবে। তখন দামও চড়তে থাকবে। ভারত-সহ আমদানি নির্ভর দেশ সমস্যায় পড়তে পারে। বিদেশি মুদ্রার ভান্ডারও চাপে পড়তে পারে।