Date : 2024-04-20

নয়া ভেরিয়েন্ট আরো সংক্রামক

পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক : করোনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। কোনো না কোনো রূপে সে ঠিক ফিরে ফিরে আসছে। না মিলছে মাস্ক মুক্তি । না মিলছে বিধিনিষেধ থেকে মুক্তি।গ্রাফ ওঠানামা করেই যাচ্ছে প্রতিনিয়ত।তবে করোনার নয়া স্ট্রেন ওমিক্রনের সংক্রমণের জোয়ার এখন অনেকটাই স্তিমিত।এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানাল, ওমিক্রনের নয়া সাব ভ্যারিয়েন্টের কথা। BA.2 নামের এই স্ট্রেনটি আগের BA.1 স্ট্রেনের থেকেও বেশি সংক্রামক, এমনটাই দাবি তাদের।তাহলে কি নতুন করে বিপদের আশঅঙকা করছে হু।তাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘BA.2 নামের এই নতুন স্ট্রেনটি উদ্বেগজনক। এটিকে অবশ্য ওমিক্রনেরই নতুন রূপ হিসেবে ধরতে হবে।’

ওই নয়া স্ট্রেনটিকে কড়া পর্যবেক্ষণে রাখার কথা বলছে ‘হু’। তবে সেই সঙ্গে এও জানানো হয়েছে, এখনই এই স্ট্রেনকে নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কেননা এটা বেশি ছোঁয়াচে হলেও না মূল স্ট্রেনটির মতো ভয়ংকর নয় বলেই মনে করা হচ্ছে।ওমিক্রনের এই নতুন রূপভেদটি ইতিমধ্যেই ডেনমার্কের প্রধান স্ট্রেন হয়ে উঠেছে। ব্রিটেনেও এর দৌরাত্ম্য বাড়ছে। সেই সঙ্গে ভারত ও পাকিস্তানেও এর সংক্রমণ বাড়ছে বলে জানা গিয়েছে।জানা যাচ্ছে, তুলনামূলক ভাবে নতুন স্ট্রেনটি অনেক বেশি দ্রুত সংক্রমণ ছড়ালেও BA.1 স্ট্রেনটি ডেল্টার থেকে যতটা বেশি সংক্রমণ ছড়াত, এক্ষেত্রে সংক্রমণের হারের পার্থক্য ততটা নয়।ধীরে ধীরে ছন্দে ফিরছে দেশ থেকে বিশ্ব। কিন্তু তাঁর মানে এটা নয় যে কোভিডবিধি থেকে মুক্তি বা মাস্ক থেকে মুক্তি। কারণ সেই বিধিনেষধ না মানলেই হতে পারে সমূহ বিপদ। তাই টিকাকরণে জোর দিয়ে বিধিনিষেধ জারি রেখেই সংক্রমনে লাগাম টানা সম্ভব। তাই সেদিকে নজর রাখার বিষয়টিতেই সতর্ক থাকার আবেদন জানিয়েছে হু।