Date : 2024-04-25

পুরভোটে অশান্তির অভিযোগ – আগামীকাল রাজ্যজুড়ে বাংলা বনধের ডাক বিজেপির

সায়ান্তিকা ব্যানার্জি, রিপোর্টার : রবিবাসরীয় আবহে ভোট গ্রহন ছিল ১০৮টি পুরসভায়। সকাল থেকেই একাধিক জায়গায় অশান্তির খবর শোন যায়। যার রেশ থাকে দিনভর। আর এর প্রতিবাদে আগামীকাল সোমবার ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দিল বিজেপি।

সন্ধে নাগাদ সাংবাদিক সম্মেলনে বসেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। সেখান থেকেই ভোটে যেভাবে হিংসা হয়েছে তার তীব্র নিন্দা করেন তিনি। এবং তারপরেই জানান সোমবার বাংলা বনধ করবে বিজেপি। সকাল ৬টা থেকে সন্ধে ৬টা অব্ধি এই বনধ চলবে।

শমীক বলেছেন যেভাবে রবিবার গোটা দিন জুড়ে বিভিন্ন জায়গায় ভোট কারচুপির অভিযোগ উঠেছে, সাধারণ মানুষকে ভয় দেখানো হয়েছে, একাধিক জায়গায় বুথ জ্যামিংয়ের অভিযোগ উঠেছে তার প্রতিবাদেই এই বনধ।

এই বনধকে সমর্থন করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি জানিয়েছেন এই বনধ সমর্থনযোগ্য। আবার এর তীব্র বিরোধিতা করেছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন তৃণমূল এর বিরোধিতা করছে। কোনভাবেই এই বনধ সমর্থন করা হবে না