Date : 2024-04-24

‘পুলিশই খুন করেছে’, দাবি আনিসের বাবার

রিমিতা রায়, নিউজ ডেস্ক ঃ পোশাকি পুলিশ নয়, আসল পুলিশই মার্ডার করেছে। তাই সিট নয়, সিবিআই তদন্তেই আস্থা। নিজের অবস্থানে অনড় থেকে মঙ্গলবারও একথা জানালেন পুত্রহারা পিতা। পাশাপাশি প্রশ্ন করলেন, আমি কেন নবান্নে যাব?ছেলের মৃত্যুর পিছনে দায়ী কে? আনিসের মৃত্যুতে তোলপাড়পাড় রাজ্য। পুলিশ নাকি পুলিশের উর্দি পরা কেউ সেদিন খুন করেছিল, সেই প্রশ্নের উত্তর জানা নেই কারোর কাছে। সে প্রশ্নের উত্তর এখনও অজানা আনিসের পরিবারের কাছে ।আনিসের বাবার কাতর আর্তি, এই খুনের প্রকৃত সত্য সামনে আসুক। দিন পেরিয়ে যাচ্ছে ।

আনিস খুনের অপরাধী এখনও অধরা। রাজ্য পুলিশের উপর ভরসা আর নেই, জানিয়েছেন আনিসের বাবা। ছেলের মৃত্যুর তদন্ত সিবিআইকে দিয়েই করাতে চান।আনিসের বাবার দাবি,’ছেলের মোবাইল আমি পেয়েছি, যখন আদালত চাইবে, তখন দেব।পুলিশ মার্ডার করেছে,আপনাদের আমি বিশ্বাস করি না। আমি কেন নবান্নে যাব?সিবিআই তদন্ত চাই আমার।‘গ্রামের ছেলের এভাবে মৃত্যুতে ক্ষোভে ফুঁসছেন আমতার বাসিন্দারা। ক্ষোভের আগুন কমছেই না বরং তা ক্রমশ বেড়েই চলেছে। আনিস হত্যাকাণ্ডের কিনারা করতে সিট গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কিন্তু তাতে সন্তুষ্ট নন, আনিসের বাবা। সিটের সদস্যদের সামনেই জানিয়েছেন সেকথা। অবিলম্বে দোষীরা শাস্তি পাক। আনিসের পরিবারের সঙ্গে সিবিআই তদন্তে অনড় গ্রামবাসীরাও।