Date : 2024-04-20

পুলিশের বিরুদ্ধেই খুনের মামলা দায়ের

রিমা দত্ত, নিউজ ডেস্কঃ এবার বাংলাদেশের পুলিশের বিরুদ্ধে উঠল খুনের অভিযোগ। বাংলাদেশের রাজধানী ঢাকার ভাটারা এলাকার বাসিন্দা সাফায়েত মেহবুব ফারাইজি নামে এক যুবকের হত্যাকাণ্ডের ঘটনায় জড়ালো পুলিশের নাম। উঠল অভিযোগের আঙুল। ঢাকা পুলিশের বাড্ডা জোনের অ্যাসিস্টান্ট কমিশনার সহ ৮ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। নিহত যুবকের মা মামলাটি দায়ের করেছেন। আগামী ৯ মার্চের মধ্যে তদন্ত শেষ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এমনটাই জানিয়েছে, মামলাকারীর আইনজীবী। এছাড়াও বুধবার মামলাকারী শামিমুন নাহারের বয়ান রেকর্ড করা হয়েছে বলে খবর।

মৃত যুবকের মা শামিমুন নাহার। মৃত যুবকের বান্ধবী সুজানা তাবাসসুম সালাম, তাঁর সহযোগী আফতাব, শাখাওয়াত, আসওয়াদ, বাড়ির মালিক কামরুল হক সব বেশ কিছু জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলেই পুলিশ সূত্রে খবর। মামলাকারীর আইনজীবী জানিয়েছেন, নিহত যুবক আমেরিকায় থাকতেন এবং তিনি সেখানে নাগরিকত্বও পেয়েছেন। সেপ্টেম্বর মাসে তিনি দেশে ফিরেছিলেন। তাঁর বান্ধবী সুজানা নিয়মিত তাঁর সঙ্গে দেখা করতে আসতো রামপুরার বাসায়। সেখানে অন্য বন্ধুরাও আসতেন। সকলে মিলে নেশাও করতেন। নেশার কথা জানার পর সাফায়েতের মা সকলকে বাসায় আসতে নিষেধ করেন। পরবর্তীকালে সাফায়েতের বান্ধবী ও তাঁর বন্ধুরা তাঁকে মারধর করেন বলে অভিযোগ। মৃত যুবকের মা পুলিশে খবর দেয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।