Date : 2024-04-20

প্রাণ বাঁচাতে মেট্রো স্টেশনে

রিমিতা রায়, নিউজ ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার হামলার পরই আশ্রয় হারিয়েছেন বহু ইউক্রেনসী।পরিজন হারিয়েছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে মেট্রো স্টেশনগুলিই একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে।মাটির নীচে হওয়ায় প্রাণ বাঁচাতে মেট্রো স্টেশনে ঠাঁই নিয়েছেন হাজার হাজার মানুষ।
ইউক্রেনের মেট্রো স্টেশনগুলোতে থিক থিক করছে মানুষের ভিড়। না কোনও উতসব নয়। এভাবেই প্রাণের ভয়ে মেট্রো স্টেশনেই দিন কাটাচ্ছেন বহু ইউক্রেনবাসী। চোখে মুখে আতঙ্কের ছাপ। ছোটদের মনেও ঢুকে পড়েছে যুদ্ধের আতঙ্ক। ইউক্রেনের বাতাসে বোমা-বারুদের গন্ধে যেন দমবন্ধ হয়ে আসছে তাঁদের। যুদ্ধ নামটা শুনলেই আর ঘুম আসেনা ইউক্রেনবাসীর। প্রিয়জনদের হারাবার আতঙ্ক বেড়েই চলেছে তাঁদের মধ্যে।রাস্তায় বেড়ালেই বোমার শব্দ। এদিক সেদিক ছড়িয়ে রয়েছে কাঁটাতার। জলছে একাধিক গাড়ি।মাথার উপর ছাদটাও চলে গিয়েছে । বহু মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে নানাদিকে ছোটাছুটি করছেন। যুদ্ধ নয়, শান্তি চাই কাতর আর্তি তাঁদের গলায়। এই পরিস্থিতিতে মেট্রো স্টেশনগুলিই একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে। মাটির নীচে হওয়ায় মেট্রো স্টেশনে ঠাঁই নিয়েছেন হাজার হাজার মানুষ। খাবার, জল নেই। বাড়ি ছেড়ে পরিজনদের আকড়ে মেট্রো স্টেশনকেই যেন আকড়ে বেঁচে রয়েছেন বহু ইউক্রেনবাসী। আতঙ্কের প্রহর গুনছে ইউক্রেন। এভাবে কতদিন কাটবে তা কারোর জানা নেই। শুধু রয়েছে ভয় আর অনিশ্চয়তা।