Date : 2024-03-29

বিক্ষোভের আগুনের মাঝেই বাগদেবীর আরাধনায় কোন্দল বিতর্ক মেটাতে চায় বিজেপি।

সুচারু মিত্র, রিপোর্টার : দলের অন্দরে ক্ষোভের আগুন এখনো নেভেনি, একের পর এক বিধায়ক দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ছেন, দিন দিন বাড়ছে বিজেপিতে বিক্ষুব্ধদের সংখ্যা, এরই মাঝে বিজেপির বাগদেবীর আরাধনার আয়োজন, শনি এবং রবিবার বিজেপি দপ্তরে হবে সরস্বতী পুজো, আয়োজনে দলের যুব মোর্চা এবং মহিলা মোর্চা। আর এই বাগদেবীর আরাধনাকে হাতিয়ার করেই বিক্ষুব্ধদের আমন্ত্রণ জানাতে চলেছে রাজ্য বিজেপি, বিভেদ ভুলে সরস্বতী পূজার অনুষ্ঠানে আসার বার্তা দেবে বঙ্গ বিজেপি।

ইতিমধ্যেই প্রায় 200 আমন্ত্রণ পত্র প্রস্তুত হয়ে গিয়েছে, আজ থেকেই তা বিলি করা হচ্ছে, বিজেপির বিক্ষুব্ধ বিধায়ক থেকে শুরু করে জেলার বিক্ষুব্ধ নেতাদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে বিজেপির তরফে। বাগদেবীর পুজোকে হাতিয়ার করে মেলবন্ধনের বার্তা দিতে প্রস্তুতি নিচ্ছে বঙ্গ বিজেপি,তবে শুধু বাগদেবীর আরাধনা নয় বিজেপি সদর দপ্তরের বাইরে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।