Date : 2024-04-19

রঞ্জিতে বড় রানে ব্যর্থ পুজারা-রাহানে

তথাগত চ্যাটার্জি, নিউজ ডেস্ক – জাতীয় দল থেকে তাদের যে বিদায় ঘণ্টা বেজে গিয়েছে তা অনেকেই এখন ধরে নিয়েছেন। সুযোগ পেতে চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানের ভরসা ঘরোয়া ম্যাচ। তবে সেই রঞ্জিতেই দাগ কাটতে পারলেন না দুই ব্যাটার। একজনের অবদান আট রান। অন্য জন তো খাতাই খুলতে পারলেন না। দীর্ঘদিন ধরে রানের খাতায় বড় অঙ্কের রান যোগ করতে পারছিলেন না তাঁরা। নির্বাচকরা তাও সুযোগ দিয়েছিলেন এক সময়ের নির্ভরযোগ্য দুই ব্যাটারকে। তবে শ্রীলঙ্কা সিরিজের জন্য যে তাদের দরজা বন্ধ হতে চলেছে, তা বোঝা গিয়েছিল আগে থেকেই। দঃ আফ্রিকা সিরিজে বাজে পারফরমেন্সের পরে টেস্ট দল থেকে রাহানে-পূজারার বাদ পড়া যে সময়ের অপেক্ষা তাও জানা ছিল। কিন্তু ঘরোয়া ম্যাচেও কীভাবে হোঁচট খেলেন পূ-রানে জুটি। তবে রঞ্জির প্রথম ম্যাচে বড়রান পেয়েছিলেন তাঁরা। শতরান পান একজন। অন্য জনের সেঞ্চুরি মিস হয়েছিল একটুর জন্য। তবে গোয়ার ম্যাচে পারলেন না রাহানে। তৃতীয় বলেই প্যাভিলিয়নে ফেরত যান তিনি। সম্বল মাত্র ৮ রান। অন্যদিকে ওড়িশায় আরেক ম্যাচে একেবারে ভরাডুবি হয়েছিল পূজারার। এবার খাতাই খুলতে পারেন নি তিনি। এক সময় ভারতীয় টেস্ট দলে প্রথম সারির ব্যাটার হিসেবে ওপরের সারিতে নাম ছিল পূজারারা। একদিনের দলে ও টেস্টে দাপটের সঙ্গে খেলে গিয়েছেন রাহানে। কোহলির অধিনায়কত্বে দেশ-বিদেশর বহু ম্যাচ জিতিয়েছেন রাহানে। শ্রীলঙ্কার বিরুদ্ধে রাহানে-পূজারাকে বাদ দিয়ে দলে রাখা হয়েছে একাধিক নতুন মুখকে। তবে টানাপড়েন শুরু হয়েছিল ঋদ্ধিমান সাহার ভবিষ্যত্ নিয়ে। চোট নিয়েও টেস্টে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। তারপরেও ভারতের বুকে শ্রীলঙ্কা সিরিজে ছেঁটে ফেলা হয়েছে ঋদ্ধিমানকে। টেস্টের নির্ভরযোগ্য উইকেটরক্ষক ঋদ্ধিমানকে ভারতীয় দলের তরফ থেকে বলা হয়, তাঁকে আর ভবিষ্যতের জন্য ভাবা হচ্ছে না। স্বভাবতই এই সিদ্ধান্তে বেশ কিছুটা হতাশ ঋদ্ধিমান। তবে রাহানে-পূজারা কবে ছন্দে ফিরবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। ক্রিকেট বোদ্ধাদের একাংশের মতে আগামী দিনে সহজভাবে ভারতীয় দলের প্রথম একাদশে ঠাঁই মিলবে না পু-রানের।