Date : 2024-04-19

শুক্রবারই মুক্তি পাবে গাঙ্গুবাঈ

রিমিতা রায়, নিউজ ডেস্ক শুক্রবারই মুক্তি পেতে চলেছে গাঙ্গুবাঈ। তার ঠিক ২ দিন আগে ছবির নাম পরিবর্তনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এতেই সমস্যায় পড়ে গিয়েছেন নির্মাতারা। ছবিতে কামাথাপুরিকে যৌনপল্লি হিসেবে দেখানোয় বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহারাষ্ট্রের বিধায়ক। তাঁর অভিযোগ, ছবিতে কামাথিপুরা এলাকার সম্পর্কে ভুল বার্তা দেওয়া হয়েছে। কামাথিপুরা মানেই কিন্তু যৌনপল্লি নয়। এখানকার মহিলারা নিজেদের ক্ষমতায় সসম্মানে বাঁচছেন। এবিষয়ে বিধায়ক দাবি করেন, কামাথিপুরা নামের ব্যবহার ছবিতে করা যাবে না। এরবদলে অন্য নাম ব্যবহারের আর্জি জানান তিনি। তবে বম্বে হাইকোর্টে স্বস্তি পেল ছবিটি। আদালতের তরফে জানানো হল , ছবি মুক্তিতে কোনও বাধা রইল না। কোনও দিক দিয়েই গাঙ্গুবাঈকে অপমান করা হয়নি। ছবিটিতে মূল চরিত্রে দেখা যাবে আলিয়া ভাটকে। এই বহুলচর্চিত ছবি গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহের পারদ ইতিমধ্যেই চরমে়। তবে শুধু বম্বে হাইকোর্টেই শেষ নয়।সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই ছবির একটি গানের দৃশ্য ভাইরাল হয়েছে। নিজেকে গাঙ্গুবাইয়ের দত্তক নেওয়া সন্তান হিসেবে দাবি করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি। আদালতে কাছে তিনি ছবিটির প্রযোজক সহ আলিয়া ভাট ও লেখকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার আবেদন জানানো হয়েছিল। চিন্তায় মাথায় হাত পড়েছিল ছবি নির্মাতাদের। ছবি মুক্তি নিয়ে শুরু হয় হাজারো বিতর্ক। আলিয়া অভিনীত সেই ছবি মুক্তি ঘিরে শুরু হয়েছিল জোর তরজা। ছবি মুক্তির ওপর স্থগিতাদেশ জারি করার জন্য দেশের শীর্ষ আদালতের কাছে আবেদন জানানো হয়েছিল। বৃহস্পতিবার শেষ পর্যন্ত সেই আবেদনই খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত। এতেই অনুরাগীদের মধ্যে খুশির হাওয়া। ছবিটি মুক্তির আগে জটিলতার জেরে স্বভাববতই চাপে ছিলেন ছবি নির্মাতারা। শীর্ষ আদালতের নির্দেশে স্বাভাবিকভবে নির্মাতাদের স্বস্তি মিলেছে। বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এবং জেকে মহেশ্বরীর ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত মামলার আবেদন শুনেছিল। আদালতে নির্মাতাদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আইনজীবী সিদ্ধার্থ দাভে।