Date : 2024-03-29

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০ জিতল ভারত

তথাগত চ্যাটার্জি, নিউজ ডেস্ক – শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে জিতল ভারত। সেইসঙ্গে প্রথম ম্যাচ জিতে অক্সিজেন পেয়ে গেল রোহিত শর্মার দল। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে। দলে জায়গা দেওয়া হয়েছে একাধিক নতুন ক্রিকেটারকে। কোচ রাহুল দ্রাবিড় আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন যে, আসন্ন টি-২০ বিশ্বকাপের কথা ভেবেই এখন থেকে দল নির্বাচনে জোর দেওয়া হচ্ছে। সে দিক থেকে প্রথম ম্যাচেই অ্যাডভান্টেজ পেয়ে গেল রোহিত শর্মার দল। প্রথম ম্যাচে শুরুতে ব্যাট করে ১৯৯ রান তোলে ভারত। বড় রান করেছেন ঈশান কিষান ও শ্রেয়স আইয়ার। ঈশানের ব্যাটে আসে ৮৯ রান। যার ওপর ভিত্তি করেই বড় রানে টার্গেট শ্রীলঙ্কাকে দেয় ভারত। সেইসঙ্গে শ্রেয়সও ৫৭ রান করেন। রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডার মাত্র ১৩৭ রানেই গুটিয়ে যায়। আসালাঙ্কা ৫৩ রান করেও দলকে টানতে পারেন নি। শ্রীলঙ্কা দলের কোমর ভাঙতে বোলিংয়েও ছাপ রেখেছেন ভারতের ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার। তিনি ২ উইকেট নিয়েছেন। পাশাপাশি বোলার ভেঙ্কটেশ আইয়ার ও ভুবনেশ্বর কুমারও দুটি করে উইকেট ভাগাভাগি করে নিয়েছেন। এছাড়াও রবীন্দ্র জাদেজা ও চাহালও একটি করে উইকেট পেয়েছেন। এই টি-২০ ম্যাচে অসাধারণ এক রেকর্ডের মালিক হয়ে গেলেন রোহিত শর্মা। কী সেই রেকর্ড। এখন থেকে কুড়ি ওভারের ফরম্যাটে সবচেয়ে বেশি রানের মালিক রোহিত শর্মা। জানা গিয়েছে কুড়ি ওভারের ম্যাচে তাঁর সংগ্রহে রয়েছে 3 হাজার ৩০৭ রান। রোহিতের পরেই নাম রয়েছে মার্টিন গাপ্টিলের। ১১২ ম্যাচে গাপ্টিল করেছেন ৩ হাজার ২৯৯ রান। যদিও কুড়ি-কুড়ির যুদ্ধে পিছিয়ে নেই প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ৯৭টি টি-২০ ম্যাচ খেলে কোহলির সংগ্রহে রয়েছে ৩ হাজার ২৯৬ রান। এই পরিসংখ্যান দেখলে বোঝা যাবে টি-২০ ওভারের ম্যাচে রোহিতের থেকে কিছু কম যান না কিং কোহলি। ভালো পারফরমেন্স বজায় থাকলে সহজেই রোহিতের রেকর্ডকে টপকে যাবেন তিনি। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্যাচে জিতে স্বাভাবিক ভাবেই আত্মবিশ্বাস বেড়ে গেল ভারতের। যা পরের ম্যাচগুলিকে রোহিত বাহিনীকে জেতাতে কাজ দেবে বলে মনে করছে ক্রিকেট প্রেমীরা।