Date : 2024-04-24

স্বাভাবিক হচ্ছে না আন্তর্জাতিক উড়ান

পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক : কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনই স্বাভাবিক হচ্ছে না আন্তর্জাতিক বিমান পরিষেবা।পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে আন্তর্জাতিক উড়ান। সোমবার জানিয়ে দিল কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। কোভিড অতিমারির জেরে ২০২০ সালের ২৩ মার্চ থেকে বিদেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ ছিল ভারতের।বর্তমানে বেশ কয়েকটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ‘এয়ার বাবল’ চুক্তির মাধ্যমে সীমিত সংখ্যক বিমান চলাচল করছে।বর্তমানে ৪৫ টি দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তিতে আবদ্ধ ভারত।পরে ঠিক হয়েছিল কোভিড পরিস্থিতি ঠিক হলে উড়ান পরিষেবা স্বাভাবিক হতে পারে। কিন্তু ওমিক্রনের জেরে তা পিছিয়ে যায়।

এবার সব মহলে স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে কোভিড আতঙ্কের জন্যই কি পিছালো আন্তর্ডজাতিক উড়ান। ২০২২ এর ১৯ জানুয়ারিতে একটি নির্দেশিকা জারি করে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। তাতে জানানো হয়েছিল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে আন্তর্জাতিক বিমান পরিষেবা। এদিন মন্ত্রক জানিয়ে দিল, এখনই স্বাভাবিক হচ্ছে না আন্তর্জাতিক উড়ান। কবে আন্তর্জাতিক উড়ান চালু হবে সেই বিষয়ে নির্দেশিকায় কিছু বলা হয়নি। জানানো হয়েছে, পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে আন্তর্জাতিক বিমান পরিষেবা। তবে ‘এয়ার বাবল’ চুক্তির মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে যে সীমিত সংখ্যক বিমান চলাচল করছে, তা আগের মতোই চালু থাকবে। অতএব আন্তর্জাতিক বিমান পরিষেবা কবে স্বাভাবিক হবে তা নিয়ে এখনো কিছুই ঠিক হয়নি। কবেই বা স্বাভাবিক হবে তা পরিষ্কার নয়।