Date : 2024-03-29

হাইকোর্টে চিড়িয়াখানায় বহিরাগতদের তাণ্ডবের অভিযোগ ওড়ালেন ডিরেক্টর

ষষ্ঠী চট্টোপাধ্যায়, রিপোর্টার:- চিড়িয়াখানায় বহিরাগত তান্ডবের অভিযোগ সংক্রান্ত মামলায় আদালতে রিপোর্ট পেশ করলেন আলিপুর চিড়িয়াখানা কতৃপক্ষর পাশাপাশি আলিপুর থানা এবং ওয়াটগঞ্জ থানার পুলিশ।

মামলার শুনানিতে চিড়িয়াখানা কতৃপক্ষের আইনজীবী জানান চিড়িয়াখানার ভেতরে কোনও সমস্যা নেই। কোনও বহিরাগত নেই।
আবেদনকারী জেপি নেতা রাকেশ সিংহের পক্ষের আইনজীবী বিল্ব দল ভট্টাচার্য্য :— ৭ জন কর্মচারী কে ঢুকতে দেওয়া হচ্ছে না। থানায় অভিযোগ দায়ের হয়েছে।
চিড়িয়াখানাকতৃপক্ষের আইনজীবী বলেন যা সমস্যা হচ্ছে । ইউনিয়ন অফিস এবং তাজবেঙ্গলের দিকে বাইরে। ভেতরে কোনও সমস্যা নেই

চিড়িয়াখানার ঘটনা প্রেক্ষিতে ওয়াটগঞ্জ থানার রিপোর্ট—

চিড়িয়াখানার মহিলা কর্মী শ্লীলতাহানির যে অভিযোগ করেছেন, তার স্বপক্ষে এখনো কোন প্রমাণ পাওয়া যায়নি।
চিড়িয়াখানার ফুটেজ থেকে এই অভিযোগের প্রেক্ষিতে কোন প্রমাণ পাওয়া যায়নি।
পরে তথ্য প্রমাণ পাওয়া গেলে উপযুক্ত ধারা যুক্ত করা হবে।
গত ২৪শে জানুয়ারির ঘটনার প্রেক্ষিতে মোট ১২ টি অভিযোগ ওয়াটগঞ্জ থানায় দায়ের হয়েছে।

ঘটনার দিন সকাল ৯ টা থেকে বিজেপি পতাকা নিয়ে মানুষ ঢোকা শুরু হয়।
সকাল ৯ টা থেকে ৯.৪০ পর্যন্ত রাকেশ সিং সহ বেশ কয়েকজন লোক চিড়িয়াখানায় ঢোকেন।
বেশ কয়েকজনের কাছে গুচ্ছ গুচ্ছ বিজেপির পতাকা ছিল।
সকাল পৌনে ১২ টা নাগাদ ১৫০ থেকে ২০০ লোক চিড়িয়াখানায় ঢোকেন।
সেই সময় বিজেপি এবং তৃণমূল দুপক্ষের পতাকাই দেখা যায়।
ওইদিন দুজন মহিলা পুলিশকর্মী আহত হয়েছিলেন।

চিড়িয়াখানার ঘটনা প্রেক্ষিতে আলিপুর থানার রিপোর্ট —

রাকেশ সিং চিড়িয়াখানার কর্মী নন। তার মামলা করার অধিকার নেই। রাকেশ সিংয়ের কর্মকাণ্ড নিয়ে চিড়িয়াখানার কর্মীরা অত্যন্ত বিরক্ত।
কর্মীরা তার ইউনিয়ন ছাড়তে চাইছে বলে রাকেশ সিংহ ভয়ের পরিবেশ তৈরি করেছিলেন এবং ঘটনার দিন অরফানগঞ্জ রোড দাঁড়িয়ে প্ররোচনামূলক বক্তব্য পেশ করেছেন।

২৪শে জানুয়ারি ২০২২সালে আলিপুর চিড়িয়াখানা র আইএনটিসি পার্টি অফিস দখল কে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় চিড়িয়াখানায়।এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওয়াটগঞ্জ থানায় অভিযোগ করলেও পুলিশ কোন পদক্ষেপ নেয়নি।চিড়িয়াখানা র কর্মীদের পক্ষ থেকে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন।

বুধবার বিচারপতি রাজা শেখর মান্থা নির্দেশ দেন জমা পরা রিপোর্টের ওপর ভিত্তি করে আবেদনকারীরা হলফনামা জমা করবে। পরবর্তী শুনানি মঙ্গলবার।