Date : 2024-03-28

শর্ত সাপেক্ষে আফগানিস্তানে ফের শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের অনুমতি পেল ছাত্রীরা

রিমা দত্ত নিউজ ডেস্ক : শর্ত সাপেক্ষেই আফগানিস্তানে শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে ফের একবার প্রবেশাধিকারের সুযোগ পেল মেয়েরা। এই নিয়ে দ্বিতীয় বার আফগানিস্তানের মসনদে বসল তালিবানরা। সরকারে আসার পর থেকেই মহিলাদের বিরুদ্ধে নানা বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে তাঁরা। তবে থেকে এই প্রথম সে দেশের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি মেয়েদের জন্য খুলে দেওয়া হল। এর ফলে মনে করা হচ্ছে, অনেক অনিশ্চয়তা কাটিয়ে আবার স্কুলের চৌকাঠ পেরোতে পারবে আফগান মেয়েরা।

তবে অবশ্য এই নিয়ে এখনও কোনও সরকারি বিবৃতি জারি করেনি তালিবানি সরকার। তবে দেশের শিক্ষার সঙ্গে জড়িত আধিকারিকরা জানিয়েছেন, ছাত্রীদের আবার স্কুলে আসার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু তা শর্তসাপেক্ষ। কি কি শর্ত থাকছে সেখানে?আধিকারিকেরা জানিয়েছেন, ছেলেদের থেকে আলাদা বসানোর শর্তেই মেয়েদের আবার স্কুলে প্রবেশের অধিকার দেওয়া হচ্ছে। এদিন এমনটাই জানিয়েছে, নানগরহর বিশ্ববিদ্যালয়ের প্রধান খালিল আহমেদ। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ছেলে এবং মেয়েরা আলাদা আলাদা কক্ষে বসে ক্লাস করবে বলেও জানিয়েছেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আলাদা আলাদা বসালেও তারা ছেলেদের সঙ্গে ক্লাসের বাইরে ভাব জমাতে পারবে কি না বা তাদের কোনও পুরুষ শিক্ষক পড়াতে পারবেন কি না তা নিয়ে রয়েছে দ্বন্দ্ব।