তথাগত চ্যাটার্জি, নিউজ ডেস্ক : ভোটের আগে ফের সরগরম উত্তরপ্রদেশ। এবার সে রাজ্যে নৃশংসভাবে খুন করা হল এক শিশুকে। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে সিগারেটের ছ্যাঁকা দিয়ে খুন করা হয়েছে ওই শিশুকে। মৃতের বয়স দশ বছরের কাছাকাছি বলে সূত্রের খবর। উত্তরপ্রদেশের কানপুরের একটি খামার এলাকায় এই ঘটনাটি ঘটেছে। কী ঘটেছিল পুরো ঘটনাটি। সূত্রের খবর দিন কয়েক থেকেই নিখোঁজ ছিল ওই শিশুটি। তার পরিবারের তরফ থেকে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, বাড়ির বাইরে খেলতে গিয়ে আর ঘরে ফিরে আসেনি সে। এরপরেই তাকে খুঁজে বের করতে তদন্ত শুরু করে পুলিশ। ওই এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। শিশুটির ক্ষতবিক্ষত দেহ দেখে খুন করা হয়েছে বলেই প্রাথমিক সন্দেহ করছে পুলিশ। ঘটনাস্থল থেকে আরও বেশকিছু জিনিস উদ্ধার করেছে পুলিশ। যেগুলি থেকে মনে হচ্ছে, অত্যাচার করার পরে খুন করা হয়েছে তাকে। উদ্ধার হওয়া জিনিসগুলির মধ্যে রয়েছে সিগারেটের টুকরো, গ্লাস ও মদের বোতল। খুন করার আগে সে নারকীয় অত্যাচারের শিকার করা হয়েছে বলে মনে করছে পুলিশ-প্রশাসন। তার একটি চোখ পুরোপুরি ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। যা দেখে পুলিশের অনুমান ধারালো কোনও অস্ত্র দিয়ে তার চোখে আঘাত করা হয়েছে। এই অস্ত্রের মধ্যে পেরেক থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি ঘটনাস্থলের অল্প দূর থেকে উদ্ধার করা হয়েছে রক্তাক্ত পোশাক। এছাড়াও নিহতের মুখে ও চোখে সিগারেটের দাগ মিলেছে। পাশাপাশি মৃতের শরীরে মারধরের চিহ্ণও স্পষ্ট। এই ঘটনায় বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে। তার মধ্যে অন্যতম, কী কারণে এমন নারকীয় ঘটনা তার সঙ্গে ঘটল। মৃতের পরিবারের সঙ্গে কোনও আক্রোশের জের থেকেই এমন ঘটনা ঘটাল হল কি না, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। এমনকি খুনের আগে তাকে ধর্ষণ করা হয়েছে কি না সেদিকটিও খতিয়ে দেখছে পুলিশ-প্রশাসন। উত্তরপ্রদেশে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন। তার আগে ফের খুন হতে হল ওই শিশুকে। এই ঘটনায় দোষীদের খুঁজে বের করার দাবি তুলেছে পরিবারের লোকজন।