Date : 2024-04-25

মাদক কারবারিরা গ্রেফতার অসমে

তথাগত চ্যাটার্জি, নিউজ ডেস্ক : অসম পুলিশের জালে মাদক কারবারি চক্র। সূত্রের খবর ৫ জন ড্রাগ পাচারকারিকে গ্রেফতার করেছে সে রাজ্যের পুলিশের একটি বিশেষ শাখা। তারা ভিনরাজ্যে মাদক পাচার করার মতলবে ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঠিক কী হয়েছিল। একটি গাড়ির মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে মাদক। সেগুলি হেরোইন বলে জানা গিয়েছে। এই ঘটনায় পুলিশ-প্রশাসনের প্রশংসা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। গোটা ঘটনার বিবরণ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি। সোশ্যাল মাধ্যমে তিনি লিখেছেন গুয়াহাটি পুলিশ ও কামরূপ পুলিশ যৌথ অভিযান চালিয়ে এই কারবারীদের গ্রেফতার করেছে।

গোটা অভিযানে প্রায় ৫ কেজি হেরোইন উদ্ধার করা গিয়েছে বলে তিনি জানিয়েছেন। ওই নিষিদ্ধ মাদকের বাজারজাত মূল্য বিপুল বলে প্রাথমিক ধারনা পুলিশের। রবিবারই বাণিজ্য নগরীর শিবাজী বিমানন্দর থেকে উদ্ধার করা হয়েছিল নিষিদ্ধ মাদক। ওই ঘটনায় এক মহিলাকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার হওয়া মহিলা জিম্বাবোয়ে থেকে এসেছিলেন বলে জানা গিয়েছিল। অসমের এই ঘটনায় ধৃত সবাই ভিন রাজ্যের বাসিন্দা বলে জানা গিয়েছে। কীভাবে তারা মাদক অসমে এনেছিল, সেখান থেকে কোথায় মাদক নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তা তদন্ত করে দেখছে অসম পুলিশ। অসমের মুখ্যমন্ত্রী এই অভিযানে অসম পুলিশের ওই বিশেষ শাখাকে অভিবাদন জানিয়েছেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, আগামী দিনে এই ধরনের অভিযান আরও চালাতে হবে। শিঘ্রই অসমে বিমানবন্দর, স্টেশন ও সীমানা লাগোয়া এলাকাগুলিতে থেকে বাধ্যতামূলক ভাবে করোনা পরীক্ষা তুলে নেওয়া হচ্ছে। হাসপাতালগুলিতও কোভিড রোগীর সংখ্যা তুলনামূলকভাবে কমেছে। তবে টিকাকরণে কোনও রকম ঢিলেমি দিতে রাজি নয় অসমের সরকার। করোনা-বিধি শিথিল হওয়ায় কি ফের মাদক কারবারিরা সক্রিয় হয়ে উঠল, সেই প্রশ্ন উঠতে শুুরু করে দিয়েছে। এর আগেও অসমে এই ধরনের অভিযান চালানো হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বড়স়ড় মাদক পাচার চক্রের হদিশ পেয়েছে পুলিশ। তবে এবারের ঘটনায় ধৃতদের থেকে আর কী কী খোঁজ মিলবে তা অবশ্যই বলবে আগামী সময়।