Date : 2024-04-19

ক্রোম ব্যবহারে সতর্কতা কেন্দ্রের

পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতিতে ক্রোম ব্যবহার এখন জলভাত। সবেতেই প্রয়োজন এই ক্রোমের। তা সে অনলাইন কেনা কাটা হোক, বা কাজ বা পড়শোনা। সবেতেই প্রথম পছন্দ ক্রোম। কিন্তু সেই ক্মোই এখন সমস্যার কারণ। কারণ এই ক্রোমেই বসে আছে হ্যকার। যারা মূহুর্তে নিয়ে নিতে পারে সব ব্যক্তিগত তথ্য। এমনই সতর্কতা কেন্দ্রের। গুগলের অত্যন্ত জনপ্রিয় এবং আপগ্রেডেড ব্রাউজার ভার্সান হল ক্রোম। এর নানা ফিচার ইউজারদের আকর্ষণ করে। তাই প্রতিদিনই বাড়ছে এই ক্রোমের ইউজার সংখ্যা। তবে এবার কেন্দ্রের তরফে বুঝিয়ে দেওয়া হল, ইউজারদের জন্য এই ব্রাউজার খুব একটা নিরাপদ নয়। সহজেই সাইবার হানার শিকার হচ্ছে গুগল ক্রোম।

তথ্যপ্রযুক্তি মন্ত্রকের ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম অনলাইনে একটি নির্দেশিকা জারি করেছে। যেখানে বলা হয়েছে ক্রোম ব্যবহার করলে হ্যাকারদের হাত থেকে রক্ষা পেতে অবশ্যই তা যত তাড়াতাড়ি সম্ভব আপডেট করুন।বিষেষ কোড ব্যবহার কের তথ্য হাতাতে চাইছে হ্যকাররা। চলতি মাসেই ক্রোম ৯৮এর সমস্যার সমাধান করে আপডেট করে নতুন ভার্সন বানিয়েচিল গুগুল। কিন্তু এবার সেই ভার্সানকেও বিপজ্জনক বলে জানাল কেন্দ্র। কারণ গোপনীয়তা রক্ষার জন্য নতুন কের আপডেট ভার্সন বানানোর আবেদন জানিয়েছে কেন্দ্র। কেন্দ্র জানিয়েছে গুগল ক্রোম হ্যাক হওয়ার খবর ইতিমধ্যেই পেয়েছে। এরপরেই অভিযোগ খতিয়ে দেখে এজেন্সি। তা দেখে এজেন্সি বোঝে এই ব্রাউজারটিকে হ্যাক করা সহজ। বর্তমানে বহুল ব্যবহৃত ব্রাউজার ক্রোম। এই ক্রোমের ব্যবহার সবচেয়ে বেশী। তা নেট ব্যঙ্কিং হোক বা ব্যক্তিগত তথ্য শেয়ার হোক। তাই ক্রোমরে কাছে ইতিমধ্যেই আবেদন জানিয়েছে কেন্দ্র এই ভার্সনটিকে দ্রুততার সঙ্গে আপডেট করার জন্য। একই সঙ্গে মানুষকে এই ব্রাউজার ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক করেছে কেন্দ্র।