Date : 2024-04-25

কপ্টার ভেঙে মৃত ফিলিপিন্সে

তথাগত চ্যাটার্জি, নিউজ ডেস্ক : ফিলিপিন্সে ভেঙে পড়ল পুলিশের হেলিকপ্টার। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক পুলিশ কর্মীর। আহত আরও তিনজন। স্বভাবতই এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, ফিলিপিন্সের দক্ষিণ ম্যানিলা প্রদেশের কুইজন অঞ্চলে। ঠিক কী ঘটেছিল যাতে মারা যেতে হল ওই পুলিশ আধিকারিককে। সূত্র মারফত জানা গিয়েছে, এইচ ১২৫ নামের ওই কপ্টারটি তিনজনকে নিয়ে রওনা দিয়েছিল। তবে নির্দিষ্ট লক্ষ্যে যাওয়ার আগেই তা ভেঙে পড়ে। এক পুলিশ আধিকারিকের মৃত্যু ছাড়াও আহত হয়েছেন আরও দু-জন পুলিশের আধিকারিক। দুর্ঘটনাগ্রস্থ হেলিপপ্টারটির পাইলটদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তিও করা হয়। জানা গিয়েছে নির্দিষ্ট সময়ে পৌঁছনোর ৩০ কিলোমিটারের আগেই দুর্ঘটনাটি ঘটে। ওই এলাকায় সোমবার বৃষ্টিপাত হয়েছিল। যার ফলে এই কপ্টার দুর্ঘটনাটি ঘটতে পারে। এছাড়াও আর কী কী কারণে কপ্টারটি ভাঙল তা জানতে তদন্তে নেমেছে পুলিশ-প্রশাসন।

অন্য একটি সূত্র জানাচ্ছে উড়ানের পরে গতিবিধ থেকে হেলিকপ্টারটি হারিয়ে গিয়েছিল। সমস্ত ঘটনা তদন্ত করে দেখার নির্দেশ এসেছে ওপরমহল থেকে। উল্লেখ্য, ২০২১-এর শেষের দিকে ভারতেও ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছিল। ওই কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়তের। প্রাণরক্ষা হয়নি তাঁর স্ত্রীরও। সেদিনের সেই ভয়াবহ দুর্ঘটনার কথা মনে করলে এখনও চাঞ্চল্য তৈরি হয় ভারতবাসীর মনে। তামিলনাড়ুর কুন্নুরের নীলগিরি চা-বাগান এলাকায় দুর্ঘটনার মুখে পড়েছিল ভারতীয় সেনার ওই কপ্টারটি। দুর্ঘটনার পরে বিমানটির ব্ল্যাক বক্স নিয়ে তদন্ত শুরু হয়ে যায়। সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে ব্রাজিলের একাংশ। সেখানকার রিও-ডে-জেনেরিও প্রদেশে ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা দেয়। ঝড়ে বহু মানুষের প্রাণহনি ঘটে। তবে ফিলিপিন্সের এই দুর্ঘটনার নেপথ্যে ঠিক কী রহস্য লুকিয়ে রয়েছে তা বলবে আগামী সময়।