Date : 2024-04-20

হাইকোর্টের ভৎসনার মুখে GPO

ষষ্ঠী চট্টোপাধ্যায়, রিপোর্টার:- মঙ্গলবার ভারতীয় ডাক বিভাগকে ভৎসনা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থার1আদালতের নির্দেশ থাকা সত্বেও কেনো নথি জমা করা হলো নাকেন প্রশ্ন বিচারপতি র।।কলকাতার জিপিওর আধিকারিকরা অপদার্থের মত কাজ করে। কালীঘাটের ডাক বিভাগের অধিকারী মৃণাল কান্তি দাস কেচলতি সপ্তাহের বৃহস্পতিবার আদালতে হাজির হাওয়ার নির্দেশ হাইকোর্টের। শ্বশুর ও পুত্রবধূর সঙ্গে পারিবারিক সমস্যা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়।সেই মামলায় নোটিশ পাঠানোর নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের। জিপিও ডাক বিভাগের মাধ্যমে আইনজীবী সেই নোটিশ পাঠিয়েও ছিলেন। নোটিশের প্রাপ্তি স্বীকার হলেও তার রিপোর্ট দিতে অস্বীকার করে ভারতীয় ডাক বিভাগ। ডাক বিভাগের আধিকারিককে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারপতি মান্থা। জিপিওর আধিকারিক প্রশান্ত কুমার পাত্র আদালতে হাজির হলে ভৎসনা করেন বিচারপতি। তিনি বলেন আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন ডাক বিভাগ সেই রিপোর্ট দেয়নি। এটা তাদের অপদার্থতা। ওই আধিকারিক আদালতে জানান কালীঘাটের ডাক বিভাগের এস এস পি ও সেই তথ্য দেননি। বৃহস্পতিবার সশরীরে হাজির নির্দেশ দিয়েছেন কালীঘাটের ভারতীয় ডাক বিভাগের ওই আধিকারিক কে।আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে।