Date : 2024-03-29

তালিবান সরকারকে এখনই স্বীকৃতি নয়, জানাল ইউএনএসসি

রিমা দত্ত, নিউজ ডেস্ক : আফগানিস্তান দখলের পর থেকেই নানা সমস্যায় জর্জরিত তালিবান সরকার। আফগানিস্তান দখলের ছয় মাস কেটে গেলেও হাজার চেষ্টা সত্ত্বেও এখনও নিজেদের গঠিত নতুন সরকারের আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করতে পারেনি তালিবান। বিদেশমন্ত্রকের সচিব রেনাত সাধুর সঙ্গে ইউএনএসসি নিয়ে আলোচনার পর রাশিয়ার উপ বিদেশমন্ত্রী সের্গেই ভার্সনিন জানিয়েছেন বর্তমানে আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আলোচন ‘অপরিণত’। এবিষয়ে ভার্সনিন বলেন, “আফগানিস্তান নিয়ে রাশিয়া ও ভারতে অবস্থান অনেক ক্ষেত্রে একই এবং সাদৃশ্যও রয়েছে। এখন কাবুলের বর্তমান সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে এখন কথা বলা সম্ভব নয়।”

রাশিয়ার উপ বিদেশমন্ত্রী জানিয়েছেন, “আমরা আশা করি, বর্তমান আফগানিস্তানের নেতৃত্ব বিশেষ করে সরকারের অন্তর্ভুক্তি এবং মানবাধিকার ক্ষেত্র সহ অন্যান্য পদক্ষেপের বিষয়ে তাঁদের গৃহীত বাধ্যবাধকতাগুলি পূরণ করবে।” তিনি আরও বলেন, “দ্বিতীয়বারের জন্য ভারত অস্থায়ী সদস্য হিসেবে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে রয়েছে এবং নিরাপত্তা পরিষদের আলোচ্য সূচিতে থাকা সমস্ত বিষয়ের সঙ্গে ইউএনএসসিতে তাদের প্রথম বছরের ফলাফলের পর আমাদের চিন্তাধারার তুলনা করা আমাদের জন্য আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ ছিল। ভারতের দেওয়া পরামর্শগুলি উল্লেখযোগ্য, বিস্তারিত এবং বন্ধুত্বপূর্ণ ছিল” ফলে এখনও পর্যন্ত কোনও সরকার হিসাবে স্বীকৃতি পাচ্ছে না তালিবান সরকার।