Date : 2024-04-20

আটক পাক প্রধানমন্ত্রীর ছেলে

তথাগত চ্যাটার্জি, নিউজ ডেস্ক : দেশের নাম যখন পাকিস্তান, তখন সবকিছুই হওয়া সম্ভব। সে দেশে মূল্যবৃদ্ধি কখনও আকাশছোঁয়া। কখনওবা দেশে পিটিয়ে মেরে ফেলা হয় ব্যবসায়ীকে। তবে এবার যে কাণ্ড ঘটেছে তাতে মাথা হেঁট হয়েছে সে দেশের খোদ প্রধানমন্ত্রী ইমরান খানের। কিন্তু ব্যাপারটা ঠিক কী। সূত্রের খবর সে দেশের প্রধানমন্ত্রীর ছেলের নাম মুসা মানেকা। জানা গিয়েছে, মুসাকা তাঁর এখনকার স্ত্রীর প্রথম পক্ষের ছেলে। লাহোরের বিখ্যাত গদ্দাফি স্টেডিয়ামের কাছে তাকে আটক করা হয় তার গাড়ি। জানা গিয়েছে মুসা-সহ আরও তিনজনকে আটক করা হয়। তবে বেশিক্ষণ তাকে আটকে রাখতে পারা যায় নি। সূত্রের খবর অনুযায়ী, পুলিশের হাতে বন্ধু-বান্ধব সমেত তাঁর আটক হওয়ার ঘটনাটি শীঘ্রই জানাজানি হয়ে যায় রাজনৈতিক মহলে। খবর যায় বাবা ইমরান খানের কাছেও। সে কারণেই তিনি দ্রুত পদক্ষেপ করেছেন বলে জানা গিয়েছে।

তবে রীতিমত শর্তসাপেক্ষে ইমরান-পুত্রকে মুক্তি দেওয়া হয় বলে জানা গিয়েছে। এই ঘটনায় সামনে এসেছে আরও এক অবাক করা ঘটনা। সূত্রের খবর, পুলিশ যখন তাকে গ্রেফতার করতে যায়, তখন পাল্টা পুলিশ কর্মীদের হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। প্রভাবশালী ফ্যাক্টরের অজুহাত দেখিয়ে পুলিশের বিরুদ্ধে চড়া সুরে কথা বলার অভিযোগ উঠেছে। তবে এই ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে।কীভাবে নিষিদ্ধ পানীয় তিনি পেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। তা নিয়ে তিনি সবার সঙ্গে কোথায় যাচ্ছিলেন তা নিয়েও প্রশ্নের মুখে হয়ত পড়তে হতে পারে তাঁকে। সম্প্রতি ইমরান খানের শাসনকালে পাকিস্তানের উন্নয়ন যে তলানিতে এসে ঠেকেছে। করোনা আবহ থেকে শুরু করে সমস্ত দিক থেকেই মুখ থুবড়ে পড়েছে পাকিস্তান। তার সঙ্গে সে দেশে দীর্ঘদিন ধরে বন্ধ আন্তর্জাতিক ক্রিকেট। তবে সম্প্রতি সে দেশে ফিরতে চলেছে বলে জানা গিয়েছে। অস্ট্রেলিয়া পাক সফরে খেলতে আগ্রহী হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই ঘটনায় যে ইমরান খানের সম্মানহানি হল তা এক কথায় বলাই যায়।