Date : 2024-04-19

Road Accident : পথ দুর্ঘটনায় মৃত্যু এক ট্রাফিক সার্জেন্টের

সঞ্জনা লাহিড়ী, রিপোর্টার : বাসন্তী হাইওয়েতে পথ দুর্ঘটনায় মৃত্যু কলকাতা পুলিশের এক ট্রাফিক সার্জেন্টের। ঘটনার তদন্তে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। সোমবার বিকেল ৪টে নাগাদ বাসন্তী হাইওয়েতে কর্তব্যরত অবস্থায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক ট্রাফিক সার্জেন্টের। তিলজলা ট্রাফিক গার্ডের সার্জেন্ট শশী ভূষণ মিঞ্জ নিজের গার্ডের এলাকায় কর্তব্যরত অবস্থায় ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, বাসন্তী হাইওয়ে ধরে প্রগতি ময়দানের দিকে বাইকে করে আসার সময় একটি গাড়িকে ওভারটেক করতে যান তিনি, রাস্তা খারাপ থাকায় তাঁর বাইক গর্তে পড়ে। বাইক থেকে ছিটকে পড়েন ওই সার্জেন্ট বলে অনুমান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় তিলজলা ট্রাফিক গার্ডের অন্যান্য অফিসার ও পুলিশ কর্মীরা।

রক্তাক্ত অবস্থায় আহত সার্জেন্টকে উদ্ধার করে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েন তাঁর সহকর্মীরা। ২০১৪ সালের কলকাতা পুলিশের সার্জেন্ট ব্যাচের অফিসার ছিলেন শশী ভূষণ মিঞ্জ। উত্তরবঙ্গের বাসিন্দা, থাকতেন পার্ক স্ট্রিটের কলকাতা পুলিশের আবাসনে। যথেষ্ট দায়িত্ববান অফিসার হিসেবেই পরিচিত ছিলেন তিনি। কিছুদিন আগেই জোড়াবাগান ট্রাফিক গার্ডের এক কনস্টেবল পথ দুর্ঘটনায় মারা যান। এরপরই ট্রাফিকের পুলিশ কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বিশেষ ভাবে উদ্যোগী হন খোদ নগরপাল বিনীত গোয়েল। তারপরেও এড়ানো যাচ্ছে না দুর্ঘটনা। তবে তিলজলা ট্রাফিক গার্ডের সার্জেন্ট শশী ভূষণ মিঞ্জের মৃত্যুর আসল কারণ কি তা খতিয়ে দেখছে পুলিশ।