Date : 2024-03-29

ইরাকের মার্কিন দূতাবাসে হামলা

পৌষালী সেনগুপ্ত , নিউজ ডেস্ক : এবার ইরাকের মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান। একটা-দু’টো নয়, এক ঝাঁক মিসাইল আছড়ে পড়েছে ইরবিল শহরে। প্রাণহানির খবর নেই। বিস্তারিতভাবে ক্ষয়ক্ষতির খবর মেলেনি এখনও। উত্তর ইরাকের ইরবিল শহরের মার্কিন দূতাবাসের কাছে ১২টি ব্যালেস্টিক মিসাইল আছড়ে পড়ে। হামলার জেরে মার্কিন দূতাবাসের ক্ষতি না হলে সামনে দূতাবাসের সামনে থাকা একটি স্যাটেলাইট টিভি চ্যানেল কুর্দিস্তান ২৪-এর অফিস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর চেয়ে বেশি ক্ষয়ক্ষতির কথা এখনও সামনে আসেনি। তবে এই হামলা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্রের খবর, এরবিলের মার্কিন সেনাঘাঁটিতেও হামলা হয়। মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যে কোনও সময় হামলা চালাতে পারে ইরান বা ইরান মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীগুলি। এ বিষয়ে আগেই সতর্ক আগেই করেছিল আমেরিকা। সেই আশঙ্কাই এদিন সত্যি হল। মিসাইল হামলার তীব্র নিন্দা করে আমেরিকার বিদেশমন্ত্রক। মিসাইলগুলি ইরানের শহর থেকে ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করেছে আমেরিকা। হোয়াইট হাউজের তরফে বিবৃতি জারি করে বলা হয়, ইরাকের সার্বভৌমত্ব নষ্টের চেষ্টা করা হয়েছে। সে দেশে অশান্তি সৃষ্টি করার প্রচেষ্টা চালানো হচ্ছে। আমেরিতা এই হামলার তীব্র নিন্দা করছে। আরও জানানো হয় ইরাক এবং কুর্দিস্তান আঞ্চলিক সরকারেরে তরফে এই ঘটনার তদন্ত করা হবে। উল্লেখ্য, এনিয়ে চলতি বছরে দ্বিতীয়বার মিসাইল হামলা চলল ইরাকে। ইতিপূর্বে জানুয়ারি মাসেও হামলা হয়। আমেরিকা এবং ইরাক জোট কীভাবে এর জবাব দেয়, এখনও সেটাই দেখার।একদিকে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি তার মধ্যে ইরাকে মার্কিন দূতাবাসে মিসাইল হামলা।