Date : 2024-04-16

গরমেও বজায় থাক সুন্দর চুল

সায়ন্তিকা ব্যানার্জি, রিপোর্টার :- শুরু হয়ে গিয়েছে গরম কাল। আর গরম কাল মানেই চুল নিয়ে নাজেহাল। তীব্র রোদের তাপে চুল নষ্ট হয়ে যায়, ধুলো ঢুকে বারোটা বেজে যায় চুলের। কিন্তু এই গরমেও এবার সুস্থ থাক আপনার চুল।
শুধু মেনে চলুন কয়েকটা নিয়ম-

১. কাজের যতই ব্যস্ততা থাক, চেষ্টা করুন একদিন অন্তর একদিন শ্যাম্পু করতে। তাতে করে ধুলো জমবে না চুলে। কন্ডিশনার তো অবশ্যই ব্যবহার করুন। ভেজা চুলে লাগিয়ে নিন সিরাম।

২. রোদে বেরোনোর আগে একবার পারলে চুল ভালো করে আঁচড়ে নিন।

৩. রোদে বেরোনোর সময় চেষ্টা করুন হাল্কা সুতির কাপড় দিয়ে চুল ঢেকে রাখার। এর ফলে একদিকে যেমন চুলে রোদ লাগবে না অন্যদিকে ধুলোও ঢুকবে না

৪. চেষ্টা করুন এই সময় ভিজে চুলে না বেরোতে

৫. যেহেতু গরমে মাথার ত্বকও ঘেমে যায় ফলে সারা মাথা জুড়ে ফুসকুড়ি বেরোয় অনেকেরই, তাই স্পা মাস্ট

৬. রাতে বাড়ি ফিরে বা শোবার আগে আবার ভালো করে চুল আচড়ে নিন। যদি সম্ভব হয় তাহলে চুল ভালো করে ধুয়েও নিতে পারেন।