Date : 2024-04-20

জেলেনস্কির হুঁশিয়ারি

পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক : শনিবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ২৪তম দিন। এই পরিস্থিতিতে রাশিয়ার কাছে আলোচনার টেবিলে বসার আর্জি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর অন্যথায়, কয়েক প্রজন্মেও ক্ষতিপূরণ করতে পারবে না রাশিয়া বলে হুমকি দেন কমেডিয়ান থেকে দেশনায়ক হয়ে ওঠা ওই রাজনেতা। ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, “আমি চাই এই কথা সবাই শুনুক, বিশেষ করে মস্কো। আবার আলোচনায় বসার সময় হয়েছে। আর এমনটা না হলে রাশিয়া এমন মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে যা তারা কয়েক প্রজন্মেও পূরণ করতে পারবে না।” একইসঙ্গে রুশ ফৌজের বিরুদ্ধে ত্রাণকার্যে বাধা দেওয়ার অভিযোগ এনে জেলেনস্কি বলেন, “তারা ইচ্ছা করেই এমনটা করছে। রুশ বাহিনী যুদ্ধপরাধ করছে এবং এর একশো শতাংশ জবাব তাদের দিতে হবে।” মস্কোর হামলায় বিপর্যস্ত ইউক্রেনের ১০টি শহর ইতিমধ্যেই দখল করেছে রুশ সেনা।

আন্তর্জাতিক মঞ্চের কড়া অবস্থান ও নিষেধাজ্ঞার বিপুল বোঝা নিয়েও লড়াই থামাতে মোটেই প্রস্তুত নন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উল্লেখ্য, যত সময় যাচ্ছে ততই চাপ বাড়ছে পুতিনের উপরে। ইতিমধ্যেই ব্রিটেন রাশিয়াকে তোপ দেগেছে। সাধারণ নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা। বিশ্বের তাবড় দেশগুলিও রাশিয়াকে চাপে ফলতে একাধিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়েও শান্ত থাকেনি। অনেক বড় বড় কোম্পানিও তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে সেখানে। এবার জেলেনস্কি তাঁর স্বভাবসিদ্ধ গলায় রাশিয়াকে সরাসরি আলোচনায় বসায় আহ্বান জানালো। না হলে বড়সড় পরিনামের জন্য প্রস্তুত থাকতেও হুঁশিয়ারি দিল জেলেনস্কি। রাশিয়ার ভয়ঙ্কর সেনা অভিযানের কাছে হার মানেনি ইউক্রেন প্রেসিডেন্ট। বরং সেখানে উপস্থিত থেকে তাদের আক্রমণের যোগ্য জবাব দিচ্ছেন তিনি। বারংবার তাঁর বিরুদ্ধে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠলেও তিনি তাঁর ভিডিও বার্তায় প্রমাণ দিচ্ছেন তিনি এত সহজে দেশ ছাড়বেন না।শেষ রক্তবিন্দু পর্যন্ত তিনি তাঁর লড়াই চালিয়ে যাবেন।