Date : 2024-04-18

তামিলনাড়ুর ছেলে ইউক্রেনের সেনায়

পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক: স্বপ্ন নিয়েই ভারতীয় সেনায় যোগ দিতে গিয়েছিলেন তামিলনাড়ুর কোয়েম্বত্তূরের যুবক সৈনিকেশ রবিচন্দ্রন। কিন্তু প্রত্যাখ্যাত হন বলে দাবি তাঁর। এর পরই ২০১৮-তে ইউক্রেনের খারকিভে পাড়ি দেন রবি।খারকিভে ন্যাশনাল অ্যারোস্পেস ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করেন। এ বছরের জুলাইয়ে সেই কোর্স শেষ হওয়ার কথা। ইউক্রেনে অ্যারোস্পেস নিয়ে পড়তে গেলেও সেনা হওয়ার সুপ্ত বাসনা থেকেই গিয়েছিল রবির মনে। আর সেই সুযোগটাও এসে গেল ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ঘটনাকে কেন্দ্র করে।নিজের দেশের সেনা যোগ দিতে পারেন নি তো কি হয়েছে। যখনই দেখলেন ইউক্রেনের আধা সেনায় লোক নিচ্ছে তখন আর নিজেকে আটকে রাখতে পারেন নি তিনি। জর্জিয়ান ন্যাশনাল লিজিয়ঁ-র আধাসেনার ইউনিটে নাম লেখান।ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হতেই রবির বাড়ির লোকেরা উদ্বিগ্ন হয়ে পড়েন। ছেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। এক বার যোগাযোগ হলেও তা বিচ্ছিন্ন হয়ে যায়। ফের ভারতীয় দূতাবাসের সহযোগিতায় রবির সঙ্গে যোগাযোগ করেন তাঁর বাড়ির লোকেরা। কিন্তু রবি তাঁদের সকলকে চমকে দিয়ে জানিয়ে দেন, বাড়িতে ফেরা সম্ভব নয়। তিনি ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। এখন রাশিয়ার বিরুদ্ধে লড়ছেন। রবির বাড়িতে এসে গোয়েন্দারাও সে খবর দিয়ে গিয়েছেন।ইউক্রেনের বাহিনীতে ছেলের যোগ দেওয়ার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন রবির বাড়ির লোকেরা। যোগাযোগ হলে ছেলেকে বার বার বুঝিয়ে নিরস্ত করার চেষ্টা করেন। কিন্তু কোনও লাভ হয়নি। সে আজ ইউক্রেনের সেনায় যোগ দিয়েছে। দেশ রক্ষা করাই তাঁর এখন মূল লক্ষ্য।