Date : 2024-04-20

দৃষ্টিহীন ও মানসিক প্রতিবন্ধী শিশুদের দোল উৎসব

শাহিনা ইয়াসমিন, রিপোর্টার: টানা দুবছর বন্ধ ছিল বসন্ত উৎসব। করোনার জন্য থমকে ছিলো সবকিছুই। তবে এবার বসন্ত উৎসবে মেতে উঠেছে ছোটো থেকে বড়ো সকলে। উৎসব মানে বেলেল্লাপনা নয়,উৎসব হল সংস্কৃতি। তাই শান্তি ও পরিবেশ রক্ষার বার্তার পাশাপাশি মনীষী দের ছবি ও গাছ নিয়ে বসন্ত উৎসব পালন করলো পথ শিশু থেকে শুরু করে দৃষ্টিহীন ও মানসিক প্রতিবন্ধক যুক্ত ছাত্র ছাত্রীরা। বসন্ত উৎসব উপলক্ষে রাধাকৃষ্ণ সেজে প্রতিবন্ধী বাচ্চারা দোল খেলে। একে অপরকে হরেকরকম রঙে রাঙিয়ে তোলে তারা।

তবে শুধু দোল খেলা নয় শ্যামবাজার মনীন্দ্র চন্দ্র কলেজের সামনে থেকে ব্ল্যাককোয়ার স্কোয়ার পার্ক পর্যন্ত শোভাযাত্রা করা হয়। সংবেদন এর পক্ষ থেকে এই পুরো অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়। প্রতিবছর সংবেদন সংস্থার পক্ষ থেকে প্রতিবন্ধী শিশুদের নিয়ে বসন্ত উৎসব পালন করা হয়। সংবেদন সংস্থার সম্পাদক সমিত সাহা জানান দৃষ্টিহীন ও মানসিক প্রতিবন্ধীদের জীবনে বসন্ত উৎসবের রঙে রাঙিয়ে দেওয়ার জন্যে এই উদ্যোগ। দোল উৎসব পালন করে বেশ খুশি দৃষ্টিহীন ও মানসিক প্রতিবন্ধী শিশুর পাশাপাশি পথ শিশুরাও। এই অনুষ্ঠানে যোগদান করেছিল অভিভাবকরাও। রাশিয়া এবং ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার বার্তা দেওয়া হয় এই দোল উৎসবের মধ্য দিয়ে।