Date : 2024-04-26

পদ ছাড়লেন পুতিনের উপদেষ্টা

পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক : গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। মুখে পুতিন বাহিনীকে হুঁশিয়ারি দিলেও সরাসরি যুদ্ধক্ষেত্রে ফৌজ পাঠাতে অস্বীকার করে আমেরিকা ও ন্যাটো। তাদের আশঙ্কা ইউক্রেনে সেনা পাঠালে রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে ন্যাটো। কিন্তু ইউক্রেন দখলের জন্য রক্তক্ষয়ী যুদ্ধ মেনে নিতে পারেননি। তাই এবার নিজের পদ থেকে সরে দাঁড়ালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা অ্যান্তোনি চুবেইস। সম্ভবত রাশিয়াও ছাড়ছেন তিনি। পরিবেশের উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে আন্তর্জাতিক একাধিক সংগঠনের সঙ্গে ক্রেমলিনে যোগাযোগের দায়িত্ব ছিল অ্যান্তোনি চুবেইস।

যদিও রাশিয়ার বৈদেশিক নীতি নিয়ে কথা বলার কোনও অধিকার ছিল না তাঁর। সূত্রের খবর, ইউক্রনে রুশ আগ্রাসনের ঘোর বিরোধী ছিলেন তিনি। তাই পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। মস্কোর তরফে পদত্যাগের কথা স্বীকার করে নেওয়া হয়েছে। ক্রেমলিন সূত্রে জানানো হয়েছে বুধবার পদত্যাগপত্র জমা করেছেন তিনি। ময়দানে জেলেনস্কিকে একাই বিশাল রুশ বাহিনীর সঙ্গে লড়াই করতে হচ্ছে একথা বলাই যায়। আর ইউক্রেনের সেনার জন্য পরিস্থিত ক্রমে জটিল হয়ে উঠছে। তবে প্রাথমিক ভাবেই মনে করা হয়েছিল, রাশিয়ার ইউক্রেন দখল স্রেফ সময়ের অপেক্ষা। হামলার দ্বিতীয় দিনেই কিয়েভের খুব কাছেই পৌঁছে গিয়েছিল রুশ বাহিনী। কিন্তু ইউক্রেনও লাগাতার প্রতিরোধ গড়ায় এখনও পুতিনের পক্ষে যুদ্ধজয়ের কাছাকাছি পৌঁছনো সম্ভব হয়নি। উলটে পুতিনের নিজের দেশেই যুদ্ধবিরোধী মতামত গড়ে উঠছে। পথে নামছে যুদ্ধবিরোধী আমজনতা। এরই মধ্যে প্রধান উপদেষ্টার পদত্যাগ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল।বিশেষজ্ঞ মহল।