Date : 2024-03-29

বগটুই সহ পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে নবান্ন অভিযানে নামছে বিজেপি।

সুচারু মিত্র, রিপোর্টার:– রামপুরহাট কাণ্ড নিয়ে ইতিমধ্যেই বুধবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে রিপোর্ট জমা দিয়েছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। সুকান্ত মজুমদার,ভারতী ঘোষ, সত্যপাল সিংয়ের নেতৃত্বে বগটুই ঘুরে গিয়েছিল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল, আর তা নিয়েই এবার নাড্ডার কাছে বিস্তারিত রিপোর্ট জমা দিয়ে, বিজেপি উল্লেখ করেছে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়ানক, বগটুই হত্যাকান্ড তার জলন্ত উদাহরণ। অবিলম্বে কেন্দ্রের হস্তক্ষেপে দাবিও জানানো হয়েছে। আর এবার বগটুই ইস্যুকে সামনে রেখে আন্দোলনে জোর দিতে বলা হয়েছে বঙ্গ বিজেপিকে, বগটুই সহ পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলায় জেলায় এবং ব্লকে ব্লকে আন্দোলন গড়ে তোলার বার্তা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। এপ্রিল মাসের শেষ সপ্তাহে নবান্ন অভিযান করার বার্তাও দেওয়া হয়েছে বঙ্গ বিজেপিকে, ব্যাপক জমায়েত করে নবান্ন অভিযানে নামতে হবে। এখন থেকেই লিফলেটে বিলি করে প্রচারে জোর দিতে বলা হয়েছে। রাস্তায় নেমে মার খেলেও ফের আন্দোলনে নামতে হবে, চলতি সপ্তাহেই বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব চূড়ান্ত করবে নবান্ন অভিযানের দিনক্ষণ। শহরের 3 প্রান্ত থেকে মিছিল করে নবান্ন যাওয়ার পরিকল্পনা।