Date : 2024-04-26

বুধবারও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

সায়ন্তিকা ব্যানার্জি, রিপোর্টার – ৫ রাজ্যের নির্বাচন সম্পন্ন হতেই আরও মহার্ঘ্য হল পেট্রোল ডিজেল। কার্যত আগুন ধরছে পেট্রোপণ্যের মূল্যে। মঙ্গলবার থেকেই মূলত এই মূল্যবৃদ্ধি। বুধবারও অব্যাহত রইল সেই ধারা।

গতকালের পর আজ বুধবার ফের বাড়ল পেট্রোলের দাম। বুধবার পেট্রোলের দাম বাড়ল ৮৩ পয়সা, এর ফলে আজ পেট্রোলের নতুন দাম ১০৬ টাকা ৩৪ পয়সা। অন্য দিকে ৮০ পয়সা বাড়ল ডিজেলের দাম। এর ফলে ডিজেলের মূল্য গিয়ে দাঁড়িয়েছে ৯১ টাকা ৪২ পয়সা।

ক্রেতাদের স্বাভাবিক ভাবেই মাথায় হাত। তারা জানাচ্ছেন এভাবে দাম বাড়তে থাকলে যথেষ্ট সমস্যায় পড়বেন তারা। কিন্তু কিচ্ছু করার নেই। রোজের প্রয়োজনে যারা গাড়ি নিয়েই বেরোতে বাধ্য হন তারা এই আগুন দামেই পেট্রোল ডিজেল কিনছেন।

অন্যদিকে পেট্রোল পাম্পের কর্মীরা জানাচ্ছেন এর ফলে ব্যবসাতেও পড়তে চলেছে মন্দার ছাপ। বিক্রি কম হবে তুলনামূলক ভাবে।

পেট্রোপণ্যের এই মূল্যবৃদ্ধির আঁচ পড়তে পারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামেও। এর ফলে আরও সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। এখন দেখার পেট্রোপণ্যের এই মূল্যবৃদ্ধি কোথায় গিয়ে থামে।