Date : 2024-04-23

রেফারিদের মানোন্নয়নে এবং সাপ্লাই লাইন গড়ে তুলতে আইএফএ – র উদ্যোগ

আইএফএর সঙ্গে ক্যালকাটা রেফারি অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথ উদ্যোগে শুরু হল রেফারি প্রশিক্ষণ শিবির। বাংলার থেকে 200-র বেশি রেফারিংয়ে আগ্রহীদের নিয়ে ক্যাম্প চলছে কলকাতার রেফারি টেন্টে৤ দু মাসেরও বেশি সময় ধরে চলবে এই রেফারিং প্রশিক্ষণ শিবির। বর্তমানে রেফারিদের মুলত খেলা পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হলেও ভবিষ্যতে ফুটবলারদের চোট লাগলে কী করতে হবে, সেই প্রশিক্ষণও দেওয়া হবে।

বাংলার রেফারিদের মোট পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে জেলার ভিত্তিতে। সেই অনুযায়ি বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় এই রেফারি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে৤ কলকাতা লিগেও এই প্রশিক্ষণ শিবির থেকে রেফারিদের সুযোগ দেওয়ার কথা ভাবছে আইএফএ। ফিজিকালি কিভাবে 120 মিনিট ফিট থাকা যায়, সেই টোটকাও দিচ্ছেন উদয়ন হালদাররা। মূলত বাংলা ফুটবলের রেফারি দের মানোন্নয়ন এবং সাপ্লাই লাইন গড়ে তুলতেই এই উদ্যোগ নিয়েছেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়।