Date : 2024-04-23

সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার

পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত মারিওপোল শহরে সাময়িক সংঘর্ষবিরতি ঘোষণা করল রাশিয়া। লড়াইয়ের ময়দান থেকে সাধারণ নাগরিকদের উদ্ধারের জন্য বৃহস্পতিবার সাময়িকভাবে লড়াই থামানো হবে বলে ঘোষণা করেন রুশ প্রতিরক্ষা মন্ত্রক।স্থানীয় সময় মতে সকাল ১০টা থেকে শুরু হবে যুদ্ধবিরতি।মারিওপোল থেকে জাপরজাই শহর পর্যন্ত মানবিক করিডর তৈরি হয়েছে। ইউক্রেনীয় ফৌজের কাছে নাগরিকদের নিয়ে যাওয়া বাসগুলির সুরক্ষার প্রতিশ্রুতি চেয়েছে রাশিয়ার সেনাবাহিনী। তবে বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি ঘোষণা হলেও আদৌ লড়াই থামবে কি না, তা স্পষ্ট নয়।এর আগেও বহুবার যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছিল রাশিয়া। কিন্তু তার মধ্যেও ইউক্রেনের ওপর আক্রমনের অভিযোগ উঠেছে রাশিয়ার ওপর।

বৃহস্পতিবার জানা যায় চেরনোবিল থেকে ফৌজ সরাচ্ছে রাশিয়া বলে দাবি করেছে আমেরিকা।২৪ ফেব্রুয়ারি চেরনোবিল পরমাণু কেন্দ্রের দখল নেয় রুশ বাহিনী।আপাতভাবে ৩১ জনের মৃত্যু হলেও বিস্ফোরণের ফলে সৃষ্ট তেজস্ক্রিয়তার কবলে পড়েছিলেন লক্ষ লক্ষ মানুষ। রাতারাতি এক জনবিহীন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল চেরনোবিল।সেই চেরনোবিল থেকে এবার রাশিয়ার সৈন্য সরানো হচ্ছে বলে জানা যায়। এর মধ্যে ইস্তানবুলে বৈঠকে বসেন ইউক্রেন রাশিয়ার কূটনীতিকরা। তারপরেই কিভে সেনা কমানোর দাবি করে মস্কো। যদিও আমেরিকা সেই দাবিকে নস্যাত করে দিয়েছে। আমেরিকার দাবি রাশিয়ার সেনা কমোনের দাবি পুরোপুরি মিথ্যা। উল্টে তাঁরা নতুন করে সেনা সাজাচ্ছে বড় ধরণের আক্রমণের জন্য। এখনো পর্যন্ত বহু মানুষ প্রাণ হারিয়েছেন এই সেনা অভিযানের ফলে। এবার শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় এই অভিযান তার দিকেই তাকিয়ে বিশ্বের আন্তর্জাতিক মহল।