Date : 2024-03-28

স্মিথের অপেক্ষায় কোন শাস্তি?

রিমিতা রায়, নিউজ ডেস্ক : অস্কারের মঞ্চে সঞ্চালককে চড় মেরেছিলেন অভিনেতা উইল স্মিথ। অনুষ্ঠান চলাকালীন মঞ্চে উঠে সঞ্চালক ক্রিস রককে সপাটে চড় মেরে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা স্মিথ। অভিযোগ তাঁর স্ত্রীকে নিয়ে মজা করেছিলেন ক্রিস। শেষে সঞ্চালকের উপর মেজাজ হারিয়ে অস্কারের মঞ্চেই কষিয়ে দেন চড়। কেন চড় মেরেছিলেন স্মিথ? ১৯৯৭ সালের জি আই জেন ছবিতে অভিনয় করেছিলেন ডেমি মুর। তার মাথাতে চুল ছিল না। স্মিথ-পত্নী জাডার মাথাতেও চুল নেই। এই প্রসঙ্গে ক্রিস রক মন্তব্য করেন, পরের জি আই জেন ছবিতে অভিনয় করবেন জাডা। এতেই চটে যান স্মিথ। সকলকে অবাক করে দিয়ে চড় কষিয়ে দেন ক্রিসের গালে। মঞ্চ থেকে নেমেও রাগ কমেনি তাঁর।। ক্রিসকে উদ্দেশ্য করে কিছু গালিগালাজও দিতে দেখা যায় তাঁকে। বলতে শোনা যায়, আমার স্ত্রীর নাম উচ্চারণ থেকে বিরত থাক। তবে চব্বিশ ঘন্টার মধ্যেই ইনস্টাগ্রাম পোস্টে সঞ্চালক ক্রিস রকের কাছে ক্ষমা প্রার্থনা করেন উইল স্মিথ। তিনি লেখেন, স্মিথ আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এরপর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্মিথ পত্নী লেখেন, এটা ক্ষততে প্রলেপ লাগানোর সময়। তাই আমি এখানে।

আগামী ১৮ ই এপ্রিল অ্যাকাডেমির বোর্ডের বৈঠক বসতে চলেছে। সেই দিনই স্মিথের শাস্তি ঘোষণা করতে পারে অ্যাকাডেমির বোর্ড। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিনেতা স্মিথ অ্যাকাডেমির আচরণ সংক্রান্ত নিয়ম নীতি ভেঙেছেন। বুধবার রাতে একটি বিবৃতি দিয়েছে অ্যাকাডেমি কর্তৃপক্ষ। তাদের তরফ থেকে জানানো হয়েছে, স্মিথের বিরুদ্ধে অভব্য আচরণ, শারীরিক নিগ্রহ, প্রকাশ্যে হুমকি অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যেই অ্যাকাডেমির ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে শৃঙ্খলাভঙ্গের ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গিয়েছে। অভিযোগ প্রমাণ হলে কী শাস্তি হতে পারে স্মিথের ? অ্যাকাডেমি জানিয়েছে, স্মিথকে সাসপেন্ড করা হতে পারে বা বহিষ্কার করা হতে পারে। এমনকি হলিউডের অভিনেতা হিসেবে তাঁর প্রাপ্য বিশেষ সুযোগ-সুবিধাতেও লাগাম টানা হতে পারে। উইল স্মিথের প্রসঙ্গ নিয়ে কথা বললেন কঙ্গনা রানাওয়াত। একটি মিম শেয়ার করে তিনি বলেন, স্মিথ আমার মতই বদমেজাজি। তবে স্মিথের আগামী ভবিষত্ কী হতে চলেছে , তা দেখার অপেক্ষায় গোটা দুনিয়া।