Date : 2024-04-19

রুশ সরকারের বিরোধিতায় রেইন টিভির প্রতিবাদ

রিমিতা রায়, নিউজ ডেস্ক : রাশিয়ায় প্রচারমাধ্যমগুলির ওপর হস্তক্ষেপ করছে পুতিনের সরকার। রাশিয়ার বহু সংবাদমাধ্যম যেমন একদিকে সরকারপন্থী কাজ করছে তেমনই একাংশ সংবাদমাধ্যম নিরপেক্ষভাবে নিজেদের কাজ করেছে। এতেই তাদের সরকারের তোপের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। রেইন টিভি চ্যানেলেরও সম্প্রচারে বাধা দেওয়া হয়। সরকারের বিরোধিতায় গণ-ইস্তফা দেন রেইন টিভি চ্যানেলের সকল কর্মীরা। স্লোগান উঠল ”নো টু ওয়ার’।যুদ্ধ পরিস্থিতির প্রকৃত চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চেয়েছিলেন সাংবাদিকরা। নিরপেক্ষভাবে তোয়াক্কা না করে যুদ্ধের বিরোধিতা করেছিলেন। বারবার বাধা এসেছে। তাতেও নিজেদের দায়িত্ব থেকে সড়ে দাঁড়াননি সাংবাদিকরা। শেষে পুতিনের সরকারের তোপের বিরোধিতায় লাইভ সম্প্রচার চলাকালীন গণ-ইস্তফা দেন রেইন টিভি চ্যানেলের সকল কর্মীরা। রুশ হামলায় ইউক্রেনে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে।তা তুলে ধরেন রেইন টিভির সাংলাদিকরা। চ্যানেলে সম্প্রচারে বাধা দেওয়া হয়
তাতেও বদলায়নি কর্তৃপক্ষের মনোভাব।বিরোধিতায় গণ-ইস্তফা রুশ টিভি চ্যানেল রেইন-র সকল কর্মীদের।স্লোগান ওঠে ”নো টু ওয়ার’।সম্প্রচার চলাকালীন গণ-ইস্তফা দেন কর্মীরা।অনির্দিষ্টকালের জন্য চ্যানেল বন্ধের ঘোষণা করা হয়।একই পরিস্থিতি অন্যতম পুরনো রেডিয়ো স্টেশন এখো মস্কভির।সরকারের রোষে রেডিয়ো স্টেশন বন্ধ করতে বাধ্য কর্তৃপক্ষ।শুধু টিভি চ্যানেল নয়, ফেসবুক, টুইটার সহ একাধিক সোশ্যাল মিডিয়ায় নিয়ন্ত্রণ চাপানোর অভিযোগ উঠছে রাশিয়ার বিরুদ্ধে।