Date : 2024-03-29

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার

রিমিতা রায়, নিউজ ডেস্ক : অপারেশন গঙ্গা কর্মসূচিতে মানবিকতার নজির গড়ল ভারত।ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ঘোষণার পরে ভারত দেশের নাগরিকদের উদ্ধারের জন্য শুরু করেছে অপারেশন গঙ্গা । ইউক্রেনে আটকে পড়া হাজার হাজার নাগরিককে উদ্ধার করা হয়েছে। শুধু তাই নয় প্রতিবেশী দেশগুলির নাগরিকদের উদ্ধারেও সামিল হয়েছে ভারত । এরকমই এক পাক মহিলা সহ ৯ বাংলাদেশিকে উদ্ধার করল ভারত সরকার। কেন্দ্রের তথ্য অনুযায়ী, ৯ জন বাংলাদেশী, ১ জন পাকিস্তানি পড়ুয়াকে উদ্ধার করে আনা হয়েছে এই কর্মসূচির মাধ্যমে। অপারেশন গঙ্গার মাধ্যমে প্রতিবেশী দেশ বাংলাদেশের ছাত্রছাত্রীদেরও ইউক্রেন থেকে উদ্ধার করেছে ভারতের বিমান।

ভারতের এই উদ্যোগের জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এছাড়াও নেপাল ও তিউনেশিয়ার পড়ুয়াদেরও উদ্ধার করে আনা হয়েছে। প্রতিবেশী দেশের আটকে পড়া নাগরিকদেরও ফিরিয়ে এনে মানবিকতার পরিচয় দিল ভারত। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ফিরিয়ে আনার জন্য এবার এক পাকিস্তানি পড়ুয়া সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানালেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। জানা গিয়েছে, অন্যান্যদেশের মতোই বাংলাদেশের পড়ুয়ারাও আটকে পড়েছিলেন ইউক্রেনে। সেরকমই ৯জন বাংলাদেশী পড়ুয়াকে উদ্ধার করে ভারতের বিমান।