Date : 2024-04-16

দ্বিতীয়বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ যোগী আদিত্যনাথের

মাম্পি রায়, নিউজ ডেস্ক : দ্বিতীয়বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের গত ৩৭ বছরের ইতিহাসে এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী দ্বিতীয়বার শপথ নিলেন। শুক্রবার লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী ইকানা স্টেডিয়ামে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, ভিকে সিং সহ একঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী, শিল্পপতি এবং অন্যান্য রাজ্যের মন্ত্রীরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুরাগ ঠাকুর, মুখতার আব্বাস নকভি, নরেন্দ্র সিং তোমর, ধর্মেন্দ্র প্রধান, নীতিন গড়করি, পীযূষ গয়াল, ভূপেন্দ্র যাদব, মহেন্দ্র নাথ পাণ্ডে, স্মৃতি ইরানি, হরদীপ সিং পুরী, অন্নপূর্ণা যাদব, এবং শোভা করঞ্জলে উপস্থিত ছিলেন আজ। এছাড়াও ছিলেন অভিনেতা অক্ষয় কুমার থেকে কঙ্গনা রানাউত, অনুপম খের, ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’- এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী থেকে শুরু করে বনি কাপুরের মতো বলিউড তারকা। যোগী আদিত্যনাথকে শপথবাক্য পাঠ করান উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পাটেল। 

এদিন আদিত্যনাথের পাশাপাশি ৫২জন মন্ত্রী শপথ নেন। প্রায় ৮৫ হাজার মানুষ উপস্থিত ছিলেন এই মেগা শপথগ্রহণ অনুষ্ঠানে। গোটা স্টেডিয়াম জুড়ে নতুন ভারত নতুন উত্তরপ্রদেশ পোস্টারে মুড়ে ফেলা হয়েছিল। এবারও যোগী আদিত্যনাথের দুজন উপ-মুখ্যমন্ত্রী থাকছেন। ভোটে হেরে গিয়েও উপমুখ্যমন্ত্রী হচ্ছেন কেশবপ্রসাদ  মৌর্য। তাঁর সঙ্গে যোগীর অপর ডেপুটি হলেন ব্রজেশ পাঠক। এর আগে কেশবের সঙ্গে যোগীর দ্বিতীয় ডেপুটি ছিলেন দীনেশ শর্মা। তবে এবার পদ খোয়ালেন তিনি। উত্তরপ্রদেশের ৪০৩ বিধানসভা আসনের মধ্যে ২৫৫টি আসনে জয়ী হয়েছে বিজেপি।  ৪১.২৯ শতাংশ ভোট পেয়ে ফের উত্তরপ্রদেশে ক্ষমতায় এসেছে গেরুয়া শিবির।  

এক ঝলকে দেখে নেওয়া যাক যোগী আদিত্যনাথের ব্যক্তিগত এবং রাজনৈতিক জীবন সংক্রান্ত তথ্য-

যোগী আদিত্যনাথ

আসল নাম – অজয় সিং বিস্ত

উত্তরপ্রদেশের ২২তম মুখ্যমন্ত্রী

বয়স – ৫০

১৯৭২ সালের ৫ জুন পৌড়ী গাড়োয়ালে জন্ম

শিক্ষাগত যোগ্যতা – বিজ্ঞানে স্নাতক (গণিত)

১৯৯০ সালে ঘর ছাড়েন তিনি

তারপর রাম মন্দির আন্দোলনে যোগদান

গোরক্ষনাথ মঠের মঠাধীশ অবৈদ্যনাথের ঘনিষ্ঠ ছিলেন

অবৈদ্যনাথের মৃত্যুর পর গোরক্ষপুর মঠের মঠাধীশ হন

গোরক্ষপুর কেন্দ্র থেকে সাংসদ ছিলেন যোগী

১৯৯৮ সাল থেকে ৫ বারের সাংসদ

২০১৭ সালে বিশাল ব্যবধানে জয়লাভ করে বিজেপি

মুখ্যমন্ত্রী হিসেবে যোগীর নাম ঘোষণা

তখনও তিনি গোরক্ষপুরের সাংসদ

উত্তরপ্রদেশের বিধান পরিষদে নির্বাচিত হন যোগী

২০১৭-র ১৯মার্চ থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী

২০২২-এ রেকর্ড গড়ে ফের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী

যোগী আদিত্যনাথ